শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও মুখ থেকে রক্ত বের হচ্ছিল, বলছে পুলিশ।
Published : 03 Nov 2024, 08:07 PM
চট্টগ্রামের বাঁশখালীতে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার উপজেলার সাধনপুর ইউনিয়নের পূর্ব বৈলগাঁও গ্রাম থেকে লাশ উদ্ধারের কথা জানান বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম।
মো. ফোরকান (৩০) নামে ওই যুবকের বাড়ি পশ্চিম বৈলগাঁও এলাকায়।
পরিবারের সদস্যদের বরাতে ওসি বলেন, “দেড় বছর আগে ফোরকান বিদেশ থেকে দেশে ফিরে বিয়ে করেন। কিছুদিন পর স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায়। সে ‘ভবঘুরে’ প্রকৃতির এবং বাড়িতেও ‘সবসময় থাকতেন না’।
“সকালে ফোরকানের বাড়ির কাছেই তার মামার বাড়ির পেছন থেকে লাশ উদ্ধার করা হয়। শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি। তবে মুখ থেকে রক্ত বের হচ্ছিল, জিহ্বা দাঁতে কামড়ে ছিল। সবদিক থেকে এটি হত্যাকাণ্ড বলে আমরা সন্দেহ করছি।”
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেন ওসি।