মিরসরাইয়ে ভয়াবহ দুর্ঘটনার পর আন্তঃনগর মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রামে ফেরার পথে তাতে কাটা পড়ে প্রাণ গেছে একজনের।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী রেল স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিন্টু দাশ (৪১) নগরীর আমিন জুট মিল এলাকার হামিদুল হক ভাড়ার ঘরের মৃত হরেকৃঞ্চ দাশের ছেলে।
ডবলমুরিং থানার ডিউটি অফিসার এএসআই কমল কিরণ ত্রিপুরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ঢাকা থেকে আসা মহানগর প্রভাতী ট্রেনটি চট্টগ্রাম প্রবেশের সময় পাহাড়তলী স্টেশনের কাছে ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার লাশ রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”
মহানগর প্রভাতী ট্রেনটি শুক্রবার দুপুরে মিরসরাইয়ের বড়তাকিয়া স্টেশনে ঢোকার মুখে খৈয়ছড়া ঝর্ণা রেল ক্রসিং অতিক্রম করার সময় একটি মাইক্রোবাসকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ১১ জন নিহত হন। আহত হন আরও ছয়জন।
দুর্ঘটনার পর অন্তঃনগর ট্রেনটি কয়েক ঘণ্টা বড়তাকিয়া স্টেশনে আটকে ছিল। দুমড়েমুচড়ে যাওয়া মাইক্রোবাস সরানোর পর বিকাল পৌনে ৫টার দিকে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে।