এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে চট্টগ্রামে ২৫ জনের মৃত্যু হল।
Published : 03 Nov 2024, 08:25 PM
চট্টগ্রামে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় এক নারীর মৃত্যু হয়েছে; এ সময়ে নতুন আক্রান্ত ৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে চট্টগ্রামে ২৫ জনের মৃত্যু হল। আর ডেঙ্গু নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ হাজার ৪৬ জনে।
রোববার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ৩৫ বছর বয়সী নুর নাহার মারা যান। তার বাড়ি নগরীর পাঁচলাইশ এলাকায়।
গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত ৪৯ জনের মধ্যে চট্টগ্রাম মেডিকেলসহ নগরীর সরকারি হাসপাতালে ভর্তি হন ৪৫ জন। বেসরকারি হাসপাতালগুলোতে ভর্তি হন চারজন।