অভিযানে চার প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করা হয়েছে।
Published : 26 Jan 2024, 03:53 PM
চট্টগ্রামে অতিরিক্ত দামে আলু বিক্রি করায় চারটি প্রতিষ্ঠানকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার নগরীর চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মোড় ও মোহরা এলাকায় এই অভিযান চালানো হয়।
অধিদপ্তরের সহকারী পরিচালক নাসরিন আক্তার জানান, পাইকারিতে ৩৮-৪০ টাকা এবং খুচরায় ৪৫-৪৭ টাকায় আলু বিক্রি করায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
“এর মধ্যে ফেনী বাণিজ্যালয়, মোহরা বাণিজ্যালয় এবং বার আউলিয়া বাণিজ্যালয়কে ৩০ হাজার টাকা করে ও আব্দুল বারেক ট্রেডার্সকে ৫ হাজার ৯৫ টাকা জরিমানা করা হয়েছে।”
অভিযানে চার প্রতিষ্ঠানের মালিককে সতর্ক করার পাশাপাশি সরকার নির্ধারিত দামে আলু বিক্রির নির্দেশনা দেয়া হয়।
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)