২০২০ সালে একটি পিকআপ থেকে ৯৮৯৫টি ইয়াবা উদ্ধারের পর এ মামলা করা হয়।
Published : 31 Mar 2024, 02:18 PM
চার বছর আগে ৯৮৯৫টি ইয়াবাসহ গ্রেপ্তার এক পিকআপ চালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
রোববার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞা এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত পিকআপ চালক ইব্রাহীম খলিল গ্রেপ্তারের পর জামিনে বেরিয়ে পালিয়ে গেছেন। মামলার অপর আসামি হালিমকে খালাস দিয়েছে আদালত।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ জানান, বিচারক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২০ সালের ২২ এপ্রিল নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় একটি পিকআপ থেকে ৯৮৯৫টি ইয়াবা উদ্ধার করেন র্যাব সদস্যরা।
সে সময় পিকআপ চালক ইব্রাহীম খলিলকে গ্রেপ্তার করা হলেও তার সঙ্গে থাকা হালিম নামে আরেকজন পালিয়ে যান। তাদের দুজনের বিরুদ্ধেই বায়েজিদ বোস্তামি থানায় মামলা করা হয়।
২০২১ সালের ১৯ জানুয়ারি ওই মামলায় আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আট জন সাক্ষীর সাক্ষ্য শেষে রোববার ইব্রাহীম খলিলকে দোষী সাব্যস্ত করে রায় দিল আদালত।