র্যাবের ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।
Published : 16 Oct 2023, 08:40 PM
ট্যানারি বর্জ্য মিশিয়ে মাছ ও মুরগির খাবার তৈরির অভিযোগে চট্টগ্রামে দুইটি প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার নগরীর চাক্তাই এলাকায় আদিত্য ট্রেডার্স ও নূর এন্টারপ্রাইজ নামের দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১৮৩ বস্তা ট্যানারি বর্জ্য এবং শ্রিম্প পাউডার জব্দ করে এই জরিমানা করা হয়।
র্যাব-৭ এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিষাক্ত ক্রোমিয়াম যুক্ত ট্যানারি বর্জ্য মিশিয়ে পোল্ট্রি ও ফিশ ফিড তৈরি করা হয়-এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্তের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত আদিত্য ট্রেডার্স থেকে ১৫০ বস্তা ক্রোমিয়াম যুক্ত ট্যানারি বর্জ্য এবং নূর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়াম যুক্ত শ্রিম্প পাউডার জব্দ করে।
এসব বর্জ্য ও পাউডার মুরগি ও মাছের খাবারের সঙ্গে মেশানো হচ্ছিল বলে র্যাবের ভাষ্য।
পরে প্রতিষ্ঠান দুটির মালিককে দুই লাখ করে চার লাখ টাকার জরিমানা করা হয় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।