চট্টগ্রামে ভোট পড়েছে ৯৮ দশমিক ৭৫ শতাংশ।
Published : 17 Oct 2022, 10:18 PM
চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম।
সোমবার বিকেলে ১৫ কেন্দ্রে ভোট গণনা শেষে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান ফল ঘোষণা করেন।
তিনি বলেন, ২৫৬৭ ভোট পেয়ে আনারস প্রতীকের প্রার্থী এ টি এম পেয়ারুল ইসলাম বিজয়ী হয়েছেন। অপর প্রার্থী মোটর সাইকেল প্রতীকের নারায়ণ রক্ষিত পেয়েছেন ১২৪ ভোট।
সোমবার সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে। মোট ২৭৩০ জন ভোটারের মধ্যে ভোট দেন ২৬৯৬ জন, এর মধ্যে ৫টি ভোট বাতিল হয়। ভোট দেওয়ার হার শতকরা ৯৮ দশমিক ৭৫ শতাংশ।
চেয়ারম্যান পদে বিজয়ী এ টি এম পেয়ারুল ইসলাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এবারের নির্বাচনে ১৫টি সাধারণ সদস্য পদে ৪৬ জন এবং সংরক্ষিত ওয়ার্ডের ৫টি পদে ২২জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর, ১৫টি উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, ১৯১টি ইউনিয়ন পরিষদের ২৪৮৩ জন চেয়ারম্যান ও সদস্য এই নির্বাচনে ভোটার ছিলেন।
১৯৬০ সালে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নানুপুরে জন্মগ্রহণকারী এটিএম পেয়ারুল ইসলাম ১৯৭৯ সালে নাজিরহাট কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরে তিনি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক, নব্বইয়ের ছাত্র গণ-আন্দোলনের ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নেতা ছিলেন।
১৯৯০ সালে ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়া পেয়ারুল ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে মহাজোটের প্রার্থী ছিলেন।