নিহত তিনজনেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে এবং তাদের কারও মাথায় হেলমেট ছিল না বলে পুলিশের ভাষ্য।
Published : 04 Nov 2023, 02:08 PM
চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা সোয়া ১২টার দিকে উপজেলার ছোট কমলদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে কুমিরা হাইওয়ে পুলিশের এসআই আলী আহমদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "চট্টগ্রামুমখী মোটর সাইকেলটি দ্রুতগতিতে একই পথের একটি গাড়ির পেছনে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।”
নিহতরা হলেন- জনি, আকিব ও ইমাম হোসেন।
জনি ও আকিব মীরসরাইয়ের সাহেরখালীর বাসিন্দা; ইমামের বাড়ি মীরসরাইয়ের উত্তর ওয়াহেদপুরে।
তিনজনেরই বয়স ১৬ থেকে ১৭ বছরের মধ্যে এবং তাদের কারও মাথায় হেলমেট ছিল না বলে পুলিশের ভাষ্য।