হাসপাতালের সরকারি ফার্মেসি থেকে তারা ওষুধ চুরি করতেন বলে পুলিশ জানায়।
Published : 06 Dec 2023, 12:08 AM
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সরকারি ওষুধ চুরির অভিযোগে তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার তাদের গ্রেপ্তারের পাশাপাশি ২২ হাজার টাকার ওষুধও উদ্ধারের তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- টিকিট কাউন্টারের অফিস সহায়ক আজিজুর রহমান (৫০), হাসপাতাল ফার্মেসির কর্মী দাউদ ইসহাক (৫২) ও বৈদ্যুতিক মেকানিক সাইমন হোসাইন (৪২)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নুরুল আলম আশেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে হাসপাতালের সরকারি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে যাওয়ার সময় আনসার সদস্যদের সহায়তায় আজিজুরকে আটক করা হয়। এসময় তাকে তল্লাশি করে ১৪ হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়।
পরে চট্টেশ্বরী রোডের লিচু বাগান এলাকায় হাসপাতালের স্টাফ কোয়ার্টারে আজিজুরের বাসায় অভিযান চালিয়ে আরও আট হাজার টাকার সরকারি ওষুধ জব্দ করা হয়।
ওই এসআই জানান, জিজ্ঞাসাবাদে আজিজ জানিয়েছেন দাউদ ইসহাক চুরি করে ফার্মেসি থেকে ওষুধ বের করে আজিজুল ও সাইমনকে দেয়।
পরে তারা চোরাইও ওষুধগুলো বিক্রি করে নিজেরা টাকা ভাগাভাগি করে নেন।