চট্টগ্রামে প্রতিবেশীর দায়ের কোপে মৃত্যু, গ্রেপ্তার ১

পুলিশ বলছে, বাড়ির পাশে নালায় পানি চলাচল নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া থেকেই এই হত্যাকাণ্ড।

চট্টগ্রাম ব্যুরোবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2022, 08:21 AM
Updated : 13 August 2022, 08:21 AM

চট্টগ্রামে ‘নালায় পানি চলাচল’ নিয়ে বিরোধের জেরে প্রতিবেশীর দায়ের কোপে খুনের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ বলছে বুধবার রাতে হত্যাকাণ্ডের পর জাহাঙ্গীর আলম (২৫) নামের ওই যুবক ঢাকায় পালিয়ে আসে। শুক্রবার রাতে ঢাকার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত নুরুল আনোয়ার (৩১) জাহাঙ্গীরের প্রতিবেশী এবং আত্মীয়ও। তাদের বাড়ি কর্ণফুলী থানার জুলধা এলাকায়।

নগর পুলিশের সহকারী কমিশনার ( কর্ণফুলী জোন) অতুনু চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নুরল ও জাহাঙ্গীরদের বাড়ির পাশে নালায় পানি চলাচল নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া বাঁধে গত বুধবার।

“ওই বাকবিতণ্ডার জের ধরে ওইদিন সন্ধ্যায় জাহাঙ্গীর রাম দা দিয়ে নুরুল আনোয়ারকে কুপিয়ে গুরুতর জখম করে” বলেন পুলিশের এই কর্মকর্তা।

এরপর স্থানীয় লোকজন নুরুলকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করে। এরং এর পরপরই জাহাঙ্গীর পালিয়ে যায়।

সহকারি কমিশনার অতুনু জানান জাহাঙ্গীরকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে স্থানীয় একটি পুকুর থেকে রাম দাটি উদ্ধার করেছে পুলিশ।