এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা সংস্থার মোট ৭৫টি স্টল থাকবে।
Published : 12 Oct 2023, 04:18 PM
চট্টগ্রামের মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বসছে সপ্তাহব্যাপী বইমেলা।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ব্যবস্থাপনায় শনিবার শুরু হবে চট্টগ্রাম বিভাগীয় বইমেলা-২০২৩। এবারের মেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনা সংস্থার মোট ৭৫টি স্টল থাকবে।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেলার আয়োজন নিয়ে বিভিন্ন তথ্য তুল ধরা হয়।
চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ শামীম আলম সংবাদ সম্মেলনে বলেন, “স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বইপড়ার আগ্রহ সৃষ্টি করা, গবেষকদের সহায়তা ও উৎসাহ প্রদানের মাধ্যমে বইমনস্ক জাতি গঠনের লক্ষ্যে আগামী ১৪ থেকে ২০ অক্টোবর পর্যন্ত বিভাগীয় পর্যায়ে এই বইমেলা অনুষ্ঠিত হবে।”
মেলা আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে।
এবারের মেলায় বাংলা একাডেমিসহ সরকারি প্রকাশনী সংস্থার ১০টি, জাতীয় পর্যায়ের ৪৭টি প্রকাশনী সংস্থা এবং চট্টগ্রামের সৃজনশীল প্রকাশক পরিষদ ১৭টি প্রকাশনা সংস্থার স্টল থাকবে।
শনিবার বিকেলে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।
মেলায় প্রতিদিন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে রচনা, বিতর্ক, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
২০ অক্টোবর বিকেলে মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।