“পরিবেশ রক্ষা করে এবং অবকাঠামো উন্নয়ন করে আমরা আরও বেশি পর্যটক আকর্ষণ করতে পারব,” বলেন তিনি।
Published : 08 Nov 2024, 09:57 PM
চট্টগ্রামের মধ্যে ‘বিশ্বমানের পর্যটন শহরের’ সম্ভাবনা দেখছেন সিটি মেয়র শাহাদাত হোসেন।
তিনি বলেছেন, “এজন্য পর্যটনখাতের বিকাশ আমার অন্যতম লক্ষ্য। পরিবেশ রক্ষা করে এবং অবকাঠামো উন্নয়ন করে আমরা আরও বেশি পর্যটক আকর্ষণ করতে পারব। এতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারব।”
শুক্রবার দক্ষিণ খুলশীতে চট্টগ্রাম সিটি করপোরেশন ভিআইপি হাউজিং সোসাইটি জামে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।
শহরের উন্নয়নে সবার সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানিয়ে তিনি বলেন, পাহাড় কাটা বন্ধে সবার সচেতনতা এবং পর্যটন শিল্পের বিকাশে ইতিবাচক মনোভাব গড়ে তোলা প্রয়োজন।
“আমাদের পাহাড় ও সমুদ্র রক্ষা করে আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার সুযোগ রয়েছে, যা দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখবে। শহরের যেকোনো সমস্যায় নগরবাসীর পাশে থাকব এবং গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে লড়াই চালিয়ে যাব।”
চট্টগ্রামে ডেঙ্গু মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করে পেশায় চিকিৎসক শাহাদাত বলেন, “মেমন হাসপাতালকে ‘ডেঙ্গু ম্যানেজমেন্ট সেল’ হিসেবে ঘোষণা করেছি। সেখানে কারও ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শক্রমে বিনামূল্যে এনএস-১ অ্যান্টিজেন টেস্ট করতে পারবেন। এ ছাড়া আক্রান্তদের সেবা দিতে প্রস্তুত আছেন আমাদের চিকিৎসকরা।
“আমাদের সবাই মিলে চট্টগ্রামকে একটি সবুজ শহরে পরিণত করতে হবে। এর অর্থ শুধু গাছ লাগানোই নয়, বরং আমাদের আশেপাশে পরিচ্ছন্নতা রক্ষা করা এবং ডেঙ্গু জাতীয় রোগ প্রতিরোধ করাও।”
ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের উদ্যোগের ব্যাপারে তিনি বলেন, “মশার লার্ভা ধ্বংস করতে স্প্রে ব্যবহার করা হচ্ছে। এইডিস মশার বিস্তার রোধে নগরবাসীর সহায়তার প্রয়োজন। জমে থাকা স্বচ্ছ পানিতে এডিস মশার লার্ভা জন্মায়, যা ডেঙ্গু বিস্তারের জন্য দায়ী। এজন্য বাড়ির ছাদে বা বারান্দায় ফুলের টব বা পানির টব খালি রাখার অভ্যাস গড়ে তুলতে হবে।”
শহর পরিচ্ছন্ন রাখার কার্যক্রমে গাফিলতি হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র।
তার ভাষ্য, “পরিচ্ছন্ন কর্মীদের দৈনিক কাজের মনিটরিং করা হচ্ছে। এখন থেকে রাতে ময়লা পরিষ্কার কার্যক্রম পরিচালিত হবে, যাতে দিনের বেলায় নাগরিকদের ভোগান্তি কম হয়।
“চট্টগ্রাম সিটি করপোরেশনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাই। জনগণকে উন্নয়ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে হবে এবং কোনো অনিয়ম লক্ষ্য করলে তা সরাসরি আমাকে জানাবেন।”
দক্ষিণ খুলশী চট্টগ্রাম সিটি করপোরেশন জামে মসজিদ কমিটির সভাপতি মো. ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে নগর বিএনপি নেতা একরামুল করিম, এম এ আজিজ, ইয়াছিন চৌধুরী লিটন, গাজী সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম, ডা. বেলায়ত হোসেন ঢালী, ডা. সরওয়ার আলম, মেয়রের রাজনৈতিক সচিব মারুফুল হক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।