এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মামলা করেছেন।
Published : 06 Feb 2025, 12:58 PM
‘টিকটিক ভিডিও বানানোকে’ কেন্দ্র করে চট্টগ্রামে দুই পক্ষের মারামারিতে এক কিশোরের মৃত্যু হয়েছে।
লোহাগাড়া উপজেলার পুটিবিলা ইউনিয়নের তাঁতীপাড়া এলাকায় বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম মুবিনুল হক ওরফে মুবিন (১৭)।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টিকটিক ভিডিও বানানোকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এসময় ছুরিকাঘাতে মুবিন ও তার এক বন্ধু আহত হয়।
আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মুবিনকে মৃত ঘোষণা করেন। তার বন্ধুকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি আরিফুর জানান, এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েক জনকে আসামি করে মামলা করেছেন। হামলায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করছে।
মুবিনের মা খোরশিদা বেগমের মামলায় বলা হয়ে, বুধবার বিকালে শাহ ইমাম বাড়ি মসজিদ সংলগ্ন মাঠে নিজের মোবাইলে ভিডিও ধারণ করার সময় মুবিন ও তার এক বন্ধুকে ‘উস্কানিমূলক’ কথা বলে মারধর করে হেলাল ও শাকিল নামের দুই যুবক। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হয়।
খোরশিদার অভিযোগ, পরে রাতে তারা মুবিনকে একা পেয়ে এলোপাথারি মারধর ও ছুরিকাঘাত করে। এসময় মুবিনকে বাঁচাতে মুকিত নামের এক বন্ধু এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা তাদের ফেলে পালিয়ে যায়।