অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তোলা মরিসকে এবার দেখা যাবে আন্তর্জাতিক ক্রিকেটে।
Published : 10 Jan 2024, 10:38 AM
বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দেওয়ার পর ওয়ানডে ক্রিকেট থেকে আপাতত বিশ্রাম পাচ্ছেন প্যাট কামিন্স। বিশ্বকাপের ঠিক আগে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়া মিচেল মার্শকেও দেওয়া হয়েছে বিশ্রাম। আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ।
একসময়ের নিয়মিত অধিনায়ক স্মিথ গত বছর ভারতের বিপক্ষে চারটি ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত দায়িত্বে। সব মিলিয়ে ৫৫ ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন তিনি।
ওয়ানডে দলে প্রথমবার সুযোগ পেয়েছেন ফাস্ট বোলার ল্যান্স মরিস। অস্ট্রেলিয়ার এই সময়ের দ্রুততম বোলার মনে করা হয় তাকে। ঘরোয়া ক্রিকেটে গতির ঝড় তুলে আগে টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছিলেন তিনি। তবে এখনও অভিষেক হয়নি। সব ঠিক থাকলে এবার ওয়ানডে দিয়েই তার গতির উত্তাপ টের পাওয়া যাবে আন্তর্জাতিক ক্রিকেটে।
সপ্তাহখানেক আগে বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের হয়ে এক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সী এই ফাস্ট বোলার।
কামিন্স ও মার্শের পাশাপাশি বিশ্বকাপজয়ী দল থেকে বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার মিচেল স্টার্ক ও জশ হেইজেউডকেও। বিশ্বকাপের শেষ দিকে একাদশে জায়গা হারানো অলরাউন্ডার মার্কাস স্টয়নিস এবার বাদ পড়ে গেছেন স্কোয়াড থেকেই।
কামিন্স-স্টার্ক-হেইজেলউড না থাকায় অস্ট্রেলিয়ার পেস আক্রমণ থাকবে ভিন্ন চেহারায়। দলে ফিরেছেন দুই পেসার জাই রিচার্ডসন ও ন্যাথান এলিস। অস্ট্রেলিয়ার হয়ে ১৫ ওয়ানডে খেলা রিচার্ডসন সবশেষটি খেলেছেন ২০২২ সালের জুনে। ৮ ওয়ানডে খেলা এলিস সবশেষটি খেলেছেন বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে।
ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার অ্যারন হার্ডি ও অফ স্পিনিং অলরাউন্ডার ম্যাথু শর্ট। বিশ্বকাপের আগে ভারতে ওয়ানডে সিরিজে দুটি ম্যাচ খেলেছিলেন শর্ট। অবসরে যাওয়া ডেভিড ওয়ার্নারের জায়গায় ওপেন করতে দেখা যেতে পারে ২৮ বছর বয়সী আক্রমণাত্মক এই ব্যাটসম্যানকে। বিশ্বকাপের আগে দক্ষিণ আফ্রিকা সফরে একটি ওয়ানডে খেলেছেন ২৫ বছর বয়সী আগ্রাসী অলরাউন্ডার হার্ডি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজটি হবে আগামী ২, ৪ ও ৬ ফেব্রুয়ারি। দিন-রাতের ম্যাচ তিনটি হবে মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরায়।
পরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল। সেই সিরিজের অস্ট্রেলিয়া দল ঘোষণা করা হয়নি এখনও।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, গ্লেন ম্যাক্সওয়েল, ল্যান্স মরিস, জাই রিচার্ডসন, ম্যাথু শর্ট, অ্যাডাম জ্যাম্পা।