২২ ইনিংস ও ১৩৬২ বল পর পাওয়ার প্লেতে প্রথম ছক্কা মারল পাকিস্তান।
Published : 23 Oct 2023, 04:03 PM
নাভিন উল হকের কাঁধ উচ্চতার বাউন্সার দারুণ শটে ডিপ স্কয়ার লেগ দিয়ে মারলেন আব্দুল্লাহ শাফিক। বল চলে গেল সোজা সীমানার ওপারে। শাফিক পেলেন ৬ রান। ঘুচল পাকিস্তানের দীর্ঘ এক অপেক্ষা।
ওয়ানডেতে প্রায় ১৬ মাস পর পাওয়ার প্লেতে ছক্কা মারতে পারল পাকিস্তান। চেন্নাইয়ে সোমবার আফগানিস্তানের বিপক্ষে নাভিনের করা পঞ্চম ওভারের তৃতীয় বলে এই দীর্ঘ খরা ঘোচালেন শাফিক।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর তথ্য অনুযায়ী, মাঝের ২২ ইনিংসে প্রথম ১০ ওভারে ১৩৬২ বলে কোনো ছক্কা মারতে পারেনি পাকিস্তান। শুধু চলতি বছরের হিসেবে ২০ ইনিংসে ১১৬৯ বল পর পাওয়ার প্লেতে তারা পেল ছক্কার দেখা।
এর আগে সবশেষ মুলতানে গত বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের অষ্টম ওভারে কিমো পলের বলে ছক্কা মারেন ইমাম উল হক।
এরপর ২০ ম্যাচ ওপেনিংয়ে নেমেও প্রথম পাওয়ার প্লেতে ছক্কা মারতে পারেননি ফাখার জামান। ইমাম পাননি ১৮ ইনিংসে প্রথম দশ ওভারে ছক্কার দেখা।
আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘ বিরতির অবসান ঘটানোর পর পাওয়ার প্লেতে আরও একটি ছক্কা মারেন শাফিক। অষ্টম ওভারে মুজিব উর রহমানের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে ইনসাইড আউট শটে বল গ্যালারিতে পাঠান পাকিস্তানি ওপেনার।