সুর বেঁধে দিয়েছে ম্যাচের প্রথম ১০ ওভার: ফিঞ্চ

দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার হারের পেছনে ম্যাচের প্রথম ১০ ওভারে দলের ব্যাটিং বিপর্যয়ের দায় দেখছেন অ্যারন ফিঞ্চ। অধিনায়ক মনে করেন, সে সময় খুব ভালো লেংথে বোলিং করে ম্যাচের সুরটা বেঁধে দিয়েছিল ইংল্যান্ড। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2019, 07:00 PM
Updated : 11 July 2019, 07:00 PM

বার্মিংহ্যামের এজবাস্টনে বৃহস্পতিবার স্বাগতিকদের কাছে ৮ উইকেটে হারে অস্ট্রেলিয়া। নিজেদের ইতিহাসে এবারই প্রথম বিশ্বকাপের সেমি-ফাইনালে হারল গতবারের চ্যাম্পিয়নরা।
 
শেষ চার থেকে দলের বিদায়ে ভীষণ হতাশ ফিঞ্চ মনে করেন, বাজে শুরুর ধাক্কা ম্যাচে আর কাটিয়ে উঠতে পারেননি তারা। 
 
“যেভাবে ওরা প্রথম ১০ ওভারে আমাদের ৩ উইকেটে ২৭ রানে আটকে রেখেছিল সেটাই ম্যাচের সুর বেঁধে দিয়েছিল। ওরা আজ খুব ভালো লেংথে বোলিং করেছে।” 
 
ইংলিশদের মতো নতুন বলে অমন শুরু চেয়েছিল অস্ট্রেলিয়াও। জেসন রয় ও জনি বেয়ারস্টোর উদ্বোধনী জুটি বিচ্ছিন্ন করতে পারে অষ্টাদশ ওভারে। ফিঞ্চ মনে করেন, খুব ভালো খেলে স্বাগতিকরা ম্যাচ বের করে নেয়।
 
“আমরা উইকেট নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ওরা খুব ভালো খেলেছে। আমরা জানি ওরা কতটা শক্তিশালী ও আধিপত্য বিস্তার করতে পারে। আমরা যতটা পারতাম পরিকল্পনা ততটা বাস্তবায়ন করতে পারিনি।”  
 
প্রাথমিক পর্বের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সেমি-ফাইনালে ইংল্যান্ডকে পেয়েছিল অস্ট্রেলিয়া। শেষ চার থেকে বিদায় নেওয়ার পর অধিনায়ক জানান, প্রোটিয়াদের কাছে হার নিয়ে কোনো আক্ষেপ নেই তাদের।
 
“সব দলকেই আপনার হারাতে হবে। আমরা এই ম্যাচ খেলতে এসেছিলাম কিছু চোট সমস্যা নিয়ে। তবে এই হারের জন্য সেগুলো কোনো অজুহাত নয়। আমরা এখানে জেতার জন্য এসেছিলাম কিন্তু তা হয়নি।”