-
মার্টিন গাপটিলকে শুরুতেই ফিরিয়ে মঙ্গলবার ভারতকে ভালো শুরু এনে দেন জাসপ্রিত বুমরাহ।
-
হেনরি নিকোলসকে নিয়ে প্রতিরোধ গড়েন উইলিয়ামসন।
-
৬৮ রানের জুটি ভাঙে জাদেজার দারুণ ডেলিভারিতে নিকোলসের আউটে।
-
টেইলরের সঙ্গে ৬৫ রানের আরেকটি কার্যকর জুটি গড়েন উইলিয়ামসন।
-
৬৭ রান করে কিউই অধিনায়ক ফেরেন যুজবেন্দ্র চেহেলের থমকে আসা একটি বলে।
-
বেশিক্ষণ টিকতে পারেননি জিমি নিশাম ও কলিন ডি গ্র্যান্ডহোম।
-
নিউ জিল্যান্ড ৪৬.১ ওভারে ৫ উইকেটে ২১১ রান তোলার পর বৃষ্টি নামলে খেলা গড়ায় রিজার্ভ ডেতে।
-
বুধবার সকালে ৭৪ রান করা টেইলর রান আউট হলে আড়াইশর আগেই থামে নিউ জিল্যান্ড।
-
রান তাড়ায় ম্যাট হেনরির বলে শুরুতেই ফেরেন আসরে রেকর্ড পাঁচটি সেঞ্চুরি করা রোহিত শর্মা।
-
ভারত অধিনায়ক বিরাট কোহলিকে এলবিডব্লিউ করে দেন ট্রেন্ট বোল্ট।
-
মাত্র ১ রান করে হেনরির বলে উইকেটের পেছনে ধরা পড়েন আরেক ওপেনার লোকেশ রাহুল।
-
ধুঁকতে থাকা দিনেশ কার্তিককেও আউট করেন হেনরি।
-
৪৭ রানের জুটি গড়ে লড়াইয়ের চেষ্টা করেন রিশাভ পান্ত ও হার্দিক পান্ডিয়া।
-
মিচেল স্যান্টনারকে উড়িয়ে মারতে গিয়ে দুজনই ফেরেন সমান ৩২ রান করে।
-
জাদেজার সঙ্গে ১১৬ রানের অসাধারণ জুটিতে ভারতকে লড়াইয়ে রাখেন মহেন্দ্র সিং ধোনি।
-
৭৭ রান করে দ্রুত রান তোলার চেষ্টায় বোল্টের বলে ক্যাচ দেন জাদেজা।
-
গাপটিলের সরাসরি থ্রোয়ে ধোনি রান আউট হয়ে গেলে শেষ হয়ে যায় ভারতের আশা।
রস টেইলর ও অধিনায়ক কেন উইলিয়ামসনের লড়াকু ফিফটিতে মাঝারি সংগ্রহ গড়ল নিউ জিল্যান্ড। অসাধারণ বোলিং-ফিল্ডিং আর বিশ্বাস নিয়ে সেই রানকেই জয়ের জন্য যথেষ্ট প্রমাণ করলেন দলের বোলার-ফিল্ডাররা। ব্যর্থ হয়ে গেল রবীন্দ্র জাদেজার প্রাণপণ লড়াই। রিজার্ভ ডেতে গড়ানো ম্যাচে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় বারের মতো বিশ্বকাপের ফাইনালে পৌঁছাল কেন উইলিয়ামসনের দল। ছবি: রয়টার্স