-
ফখর জামানকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মোহাম্মদ সাইফ উদ্দিন।
-
আস্থার সঙ্গে খেলে চলতি বিশ্বকাপে তৃতীয় ফিফটি তুলে নেন বাবর আজম।
-
৯৯ বলে বিশ্বকাপে প্রথম ও ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি তুলে নেন ইমাম।
-
দ্রুত রান তোলার চেষ্টায় থাকা মোহাম্মদ হাফিজকে ফেরান মেহেদী হাসান মিরাজ।
-
বাংলাদেশের সেরা বোলার মুস্তাফিজুর ৫ উইকেট নিতে দেন ৭৫ রান ।
-
রান তাড়ায় শুরুতেই মোহাম্মদ আমিরের বলে পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন সৌম্য সরকার।
-
শাহিন শাহ আফ্রিদির স্লো বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবাল।
-
বেশিক্ষণ টিকতে পারেননি মুশফিকুর রহিম।
-
দারুণ ছন্দে থাকা সাকিব আল হাসান তুলে নেন আরেকটি ফিফটি।
-
থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি লিটন দাস।
-
আফ্রিদির দারুণ এক ইয়র্কারে থামেন মাহমুদউল্লাহ।
-
৯ ওভার ১ বলে ৩৫ রান খরচায় ৬ উইকেট নেন ম্যাচ সেরা আফ্রিদি।
ইমাম-উল-হকের সেঞ্চুরি ও বাবর আজমের ফিফটিতে তিনশ ছাড়ানো লক্ষ্য পেল বাংলাদেশ। রান তাড়ায় বিশ্বকাপে পাকিস্তানের সেরা বোলিংয়ের রেকর্ড গড়ে মাশরাফি বিন মুর্তজার দলকে গুঁড়িয়ে দিলেন শাহিন শাহ আফ্রিদি। পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে বিশ্বকাপ শেষ করল বাংলাদেশ। ছবি: রয়টার্স ও বিসিবি