বিশ্বকাপ শেষ প্রদিপের

চিকেনপক্স বা জলবসন্তে আক্রান্ত হয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন শ্রীলঙ্কার পেসার নুয়ান প্রদিপ। তার বিকল্প হিসেবে কাসুন রাজিথার নাম ঘোষণা করেছেন দেশটির নির্বাচকরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2019, 01:26 PM
Updated : 29 June 2019, 01:26 PM

শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানায় আইসিসি। চলতি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কার জয়ের ম্যাচে ৩১ রানে ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো ম্যাচ সেরার পুরস্কার জেতেন প্রদিপ।

২৬ বছর বয়সী রাজিথা দেশের হয়ে ছয়টি ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ৫ উইকেট। গত বছরের অগাস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় এই পেসারের।

শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারায় বিশ্বকাপে সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে গ্রুপ পর্বে অবশিষ্ট দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের বিপক্ষে জয়ের বিকল্প নেই লঙ্কানদের। সেই সঙ্গে প্রার্থনা করতে হবে যেন অন্য ম্যাচগুলির ফল তাদের পক্ষে আসে।