সেমি-ফাইনালের স্বপ্ন দেখছেন সাকিব

কাজটা কঠিন, তবে অসম্ভব নয়। আফগানিস্তানকে হারানোর পর বাংলাদেশের স্বপ্নের পালে হাওয়া লেগেছে নতুন করে। বাকি দুই ম্যাচ জিতে ও অন্যদের ফলের ওপর ভর করে শেষ পর্যন্ত সেমি-ফাইনালে জায়গা করে নেবে দল, বিশ্বাস সাকিব আল হাসানের।

ক্রীড়া প্রতিবেদক সাউথ্যাম্পটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 08:44 PM
Updated : 24 June 2019, 09:19 PM

বাংলাদেশ এখনও সেমি-ফাইনালের লড়াইয়ে টিকে আছে মূলত সাকিবের সৌজন্যেই। যে তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ, সবকটিতেই ম্যাচ সেরা সাকিব।

সোমবার সাকিবের অলরাউন্ড নৈপুণ্যেই আফগানিস্তানকে উড়িয়ে দেয় বাংলাদেশ। এই ম্যাচ হারলেও বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে যেত না। তবে আত্মবিশ্বাস হারানো দলকে নিয়ে বাজি ধরার সাহসও হয়তো থাকত না।

জয়ের পর এখন সেমি-ফাইনালের সমীকরণ ভাবছে বাংলাদেশ। ম্যাচ শেষে সাকিব শোনালেন, আশায় বুক বেঁধে আছেন তারা।

“ইংল্যান্ডের তিনটি ম্যাচ বাকি, চাইতে হবে যেন ওরা একটির বেশি না জেতে। আমাদের দুটি বাকি, দুটিই জিততে হবে। গাণিতিকভাবে কাজটা তাই কঠিন। তবে ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব।”

“কাজটা অবশ্যই কঠিন। তবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যে পরের দুই ম্যাচ আমরা জিততে পারি। আপাতত এটিই আমাদের হাতে আছে। অন্যদের ফলের দিকেও চোখ রাখতে হবে আমাদের। তবে যেটি বললাম, ম্যাচ দুটি জিতে নিজেদের কাজটা করে রাখতে হবে আমাদের।”