অস্ট্রেলিয়ার বিপক্ষেও থাকছেন না রয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড দলে ফিরতে পারছেন না চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকা জেসন রয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 June 2019, 03:10 PM
Updated : 24 June 2019, 03:10 PM

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রয়। পরে ঐ ম্যাচে আর মাঠে নামেননি ডানহাতি এই ব্যাটসম্যান। চোটের কারণে খেলতে পারেননি আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে পরের দুটি ম্যাচে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে ফিট হয়ে ওঠার লক্ষ্যের কথা বিবিসিকে জানিয়েছিলেন রয়।

সোমবার সকালে দ্বিতীয় স্ক্যানে দেখা গেছে, রয়ের চোটের অনেক উন্নতি হয়েছে। এতে করে আগামী রোববার ভারতের বিপক্ষে তার খেলার সম্ভাবনা বেড়েছে।

মঙ্গলবার বাংলাদেশ সময়ে বেলা সাড়ে তিনটায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ইংল্যান্ড। এর আগে সোমবার সংবাদ সম্মেলনে রয়কে নিয়ে আশাবাদের কথা জানান মর্গ্যান।

“সব খবরই ভালো। আগামীকাল সে ফিট হয়ে উঠবে না। কিন্তু আমরা এই সপ্তাহে তার উন্নতি পর্যবেক্ষণ করব। আমরা দেখব কিভাবে এটা এগোয়।”

“অবশ্যই তাকে হারানোটা একটা বড় ক্ষতি, সে জেসন রয়। সে একজন অসাধারণ পারফরমার।”

রয় না ফেরায় সম্ভবত ওপেনিংয়ে আরেকটা সুযোগ পাবেন জেমস ভিন্স। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি তিনি। দুটি ম্যাচে করেন যথাক্রমে ২৬ ও ১৪ রান।