এমন অনুভূতি আগে হয়নি লিটনের

ঘরোয়া ক্রিকেটে তার ব্যাটে রানের বন্যা বয়ে যায় প্রায়ই। সেখানেও দলের জয় সঙ্গে নিয়ে ফিরতে পারেন না অনেক সময়। এবার সেই স্বাদ পেলেন বিশ্বকাপের মঞ্চে, রেকর্ড গড়া জয়ের ম্যাচে! ওয়েস্ট ইন্ডিজকে হারানো ইনিংসটি খেলার যে অনুভূতি হয়েছে লিটন দাসের, তেমন কিছুর সঙ্গে তার পরিচয় ছিল না আগে কখনও।

ক্রীড়া প্রতিবেদক টনটন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 June 2019, 09:12 PM
Updated : 17 June 2019, 09:12 PM

লিটন ও সাকিব আল হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজের ৩২১ রান তাড়া করে জিতেছে বাংলাদেশ। ১৮৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলের জয় সঙ্গে নিয়ে ফিরেছেন দুজন। সাকিব অপরাজিত ছিলেন ১২৪ রানে। নিজের বিশ্বকাপ অভিষেকে, প্রথমবারের মতো পাঁচে ব্যাট করতে নেমে লিটন খেলেছেন ৬৯ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস।

দলকে জয় এনে দেওয়া শটও এসেছে লিটনের ব্যাট থেকে। ম্যাচ শেষে বললেন, এই অনুভূতি তার কাছে অনির্বচনীয়।

“এই অনুভূতি আমার আগে কখনও হয়নি। ঘরোয়া ক্রিকেটে আমি অনেক রান করেছি। কিন্তু কখনোই খেলা শেষ করে আসিনি। আজকে এত বড় মঞ্চে শেষ করতে পেরে ভালো লাগছে।”