তাহিরের স্পিন ভেল্কি

খুব প্রয়োজনের সময় জ্বলে উঠলেন ইমরান তাহির। দারুণ বোলিংয়ে দক্ষিণ আফ্রিকাকে এবারের আসরে এনে দিলেন প্রথম জয়। আফগানিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2019, 08:41 PM
Updated : 15 June 2019, 08:41 PM

আফগানদের বিপক্ষে ডাকওয়ার্থ ও লুইস পদ্ধতিতে ৯ উইকেটের জয়ে নায়ক ২৯ রানে নেন ৪ উইকেট। বিশ্বকাপে ১৮ ম্যাচে এ নিয়ে দ্বিতীয়বার ম্যাচ সেরার পুরস্কার জিতলেন অভিজ্ঞ এই লেগ স্পিনার। গত আসরের কোয়ার্টার-ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ রানে ৪ উইকেট নিয়ে জিতেছিলেন প্রথমবার। সেটি ছিল ওয়ানডেতেই তার প্রথম ম্যাচ সেরার পুরস্কার।

কার্ডিফে শনিবার বৃষ্টির বাধায় ৪৮ ওভারে নেমে আসা ম্যাচে ২২তম ওভারে বোলিংয়ে আসেন তাহির। প্রথম বলেই দারুণ এক গুগলিতে বোল্ড করে থামান ওপেনার নুর আলি জাদরানকে। পঞ্চম বলে ফিরতি ক্যাচ নিয়ে বিদায় করেন আসগর আফগানকে। দ্রুত ফেরান অধিনায়ক গুলবাদিন নাইবকে।

প্রথম ৬ ওভারে ১৫ রান দিয়েছিলেন তাহির। সপ্তম ওভারের প্রথম চার বল থেকে ১৪ রান তুলে নেন রশিদ খান। দুই লেগ স্পিনারের লড়াইয়ে শেষ হাসি হাসেন তাহির। ঝড় তোলা রশিদকে পঞ্চম বলে ফিরিয়ে নেন নিজের চতুর্থ উইকেট।

দুই বছর পর ওয়ানডেতে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন তাহির। ৪০ বছর বয়সী স্পিনার বাঁচিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার সেমি-ফাইনালের আশা।