যে কারণে মুস্তাফিজের বোলিং ভালো লাগে সৌম্যর

বল হাতে ভালো দিন যেমন থাকে, আসে খারাপ দিনও। তবে ভালো লাগাটা থাকে অটুট। মুস্তাফিজুর রহমানকে নিয়ে সৌম্য সরকারের অনুভূতি এমনই। বাঁহাতি পেসারের বোলিং সবসময়ই ভালো লাগে বাঁহাতি ওপেনারের।

ক্রীড়া প্রতিবেদক লন্ডন থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2019, 04:14 PM
Updated : 4 June 2019, 08:44 PM

সৌম্য ও মুস্তাফিজ, দুজনেরই বাড়ি সাতক্ষীরায়। মাঠের বাইরে দুজনের সম্পর্কও দারুণ। আড্ডা, বাইরে খেতে যাওয়া বা ঘুরতে যাওয়া, দুজনকে একসঙ্গে দেখা যায় প্রায়ই।

সম্পর্কের একটি বড় উপাদান ক্রিকেটীয় সামর্থ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধও। সৌম্য যেমন শোনালেন মুস্তাফিজের বোলিংয়ে তার মুগ্ধতার কথা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ের ম্যাচে দলকে দারুণ শুরু এনে দিয়েছিলেন সৌম্য। মুস্তাফিজ বল হাতে শেষ দিকে গুরুত্বপূর্ণ তিনটি উইকেটে বড় ভূমিকা রাখেন জয়ে। সৌম্যর সবচেয়ে বেশি ভালো লাগা এখানেই, ভীষণ প্রয়োজনের সময়গুলোতে দলকে উইকেট এনে দেন মুস্তাফিজ।

“আমার তো ওর বোলিং সবসময়ই ভালো লাগে। কারণ দরকারের সময় উইকেট বের করে আনে। সবশেষ দুটি ম্যাচে খুব ভালো বোলিং করেছে। ভালো সময়ে ব্রেক থ্রু দিয়েছে। এভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এবং প্রয়োজনের সময় ব্রেক থ্রু দিতে পারলে দলের জন্য দারুণ হবে।”