সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে পাকিস্তান অধিনায়কের সমালোচনা করা মোটেও ঠিক নয়, বলছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক।
Published : 14 Nov 2023, 05:17 PM
বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে পাকিস্তানের বিদায়ের পর থেকে চলছে তুমুল সমালোচনা। সবচেয়ে বেশি সমালোচনা হজম করতে হচ্ছে বাবর আজমকে। বিশেষ করে তার অধিনায়কত্ব নিয়ে বিরক্ত দেশটির অনেক সাবেক ক্রিকেটার। কঠিন সময়ে বাবরের পাশে দাঁড়িয়েছেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব।
ভারতে চলমান বিশ্বকাপে পাকিস্তানকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা ছিল অনেক। অন্তত তারা সেমি-ফাইনালে খেলবে বলে ধারণা ছিল অনেকের। কিন্তু ৯ ম্যাচের কেবল ৪টি জিতে পাঁচে থেকে প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ীরা।
দলের পাশাপাশি বাবরের ব্যক্তিগত পারফরম্যান্সও তেমন ভালো ছিল না। ৪০ গড়ে চার ফিফটিতে তিনি করতে পারেন কেবল ৩২০ রান, তার মানের ব্যাটসম্যানের সঙ্গে যা বেমানান। বিশ্বকাপের মাঝেই ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষে আড়াই বছরের রাজত্ব হারান তিনি।
পারফরম্যান্সের পাশাপাশি সমালোচিত হচ্ছে বাবরের নেতৃত্বও, বিশেষ করে ফিল্ডিং সাজানোয় তার মাঝে আগ্রাসী মনোভাবের অভাবের কারণে।
একটি ইউটিউব পডকাস্টে ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল বললেন, সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে বাবরের সমালোচনা করা মোটেও ঠিক নয়।
“এখন যদি আপনি বলেন বাবর আজম অধিনায়ক হিসেবে সঠিক পছন্দ নয়, তার মানে আপনি তার সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাচ্ছেন। সে সেই একই অধিনায়ক, যে ছয় মাস আগে পাকিস্তানকে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষে তুলেছিল।”
“যখন কেউ শূন্য রানে আউট হয়, ৯৯ শতাংশ মানুষ চাইবে তাকে বাদ দেওয়া হোক। আবার যদি কোনো সাধারণ মানের খেলোয়াড় এসে দুর্দান্ত একটি শতক করে, তাকেই মানুষ তারকা বলবে। তাই সাম্প্রতিক পারফরম্যান্সের দিকে তাকাবেন না। খেলাটার প্রতি তার মনোভাব কী, তার আবেগ কতটা এবং সে কতটা প্রতিভাবান, এসব দেখুন।”