দেশের জন্য এই জয় অনেক বড় অর্জন: নবি

পাকিস্তানের বিপক্ষে জয়কেই এগিয়ে রাখছেন মোহাম্মদ নবি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2023, 10:19 AM
Updated : 24 Oct 2023, 10:19 AM

সাত ম্যাচ হেরে অষ্টমবারের দেখায় পাকিস্তানকে হারিয়েছে আফগানিস্তান। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই জয়কে ক্রিকেট দলের পাশাপাশি পুরো দেশের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন মোহাম্মদ নবি।

২০১২ সালে প্রথম পাকিস্তানের মুখোমুখি হয় আফগানিস্তান। সেই থেকে টানা সাতবারের মুখোমুখি লড়াইয়ে আফগানদের কেবল হারের হতাশাই হয় সঙ্গী। এর মধ্যে গত বিশ্বকাপ ও এশিয়া কাপে লক্ষ্যের খুব কাছাকাছি গিয়েও মেলেনি জয়।

অবশেষে ভারত বিশ্বকাপে নিখুঁত পারফরম্যান্সের প্রদর্শনীতে ৮ উইকেটের বড় জয় পেয়েছে আফগানিস্তান।

চেন্নাইয়ে স্পিনারদের দারুণ বোলিংয়ে পাকিস্তানকে ২৮২ রানে থামায় আফগানরা। পরে ইব্রাহিম জাদরান, রেহমাত শাহ ও রহমানউল্লাহ গুরবাজের ফিফটি এবং হাশমাতউল্লাহ শাহিদির চল্লিশ ছোঁয়া ইনিংসে সহজ জয় পায় তারা।

ম্যাচ শেষে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নিজেদের আনন্দের কথা জানান নবি।

"পুরো দলের জন্য এটি বড় মুহূর্ত, পুরো আফগানিস্তানের জন্যও। গত ১০-১২ বছর ধরে আমরা অপেক্ষা করছি। পাকিস্তানের বিপক্ষে আমরা ৮টির মতো ম্যাচ খেলেছি এবং অবশেষে একটি জিতলাম বড় মঞ্চে।" 


"ছেলেদের জন্য এটি অনেক বড় অর্জন। গত তিন মাস ধরে আমরা কঠোর পরিশ্রম করছি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলেছি, এরপর এশিয়া কাপ এবং এখন বিশ্বকাপ। আজকের এটি দারুণ মুহূর্ত। আমরা ইংল্যান্ডকেও হারিয়েছি এবং এখন পাকিস্তানকে হারালাম। দল এখন দারুণ আত্মবিশ্বাসী। তারা জানে, আমরা যদি ২৮০-২৯০ রানের আশপাশে করি, সেটি তাড়া করা ও ডিফেন্ড করার মতো।" 

চলতি বিশ্বকাপে পাকিস্তানের আগে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারায় আফগানিস্তান। এবারই প্রথম বিশ্বকাপের এক আসরে তারা পেল দুটি জয়। আগের সব কিছু বিবেচনায় রেখে পাকিস্তানকে হারানোকে এগিয়ে রাখছেন নবি।

"আমার মতে, এটিই সেরা জয়। কারণ এর আগে (পাকিস্তানের বিপক্ষে) আমরা শেষ মুহূর্তে গিয়ে ম্যাচ হেরে যেতাম। এবার ইব্রাহিম ও গুরবাজ যেভাবে শুরু করেছে, চমৎকার। সেই মোমেন্টাম ধরে রেহমাত শাহ ও অধিনায়ক (হাশমাতউল্লাহ শাহিদি) দারুণ একটি জুটি গড়েছে।"