শাস্তি পেল অস্ট্রেলিয়া

মন্থর ওভার রেটের কারণে জরিমানা করা হয়েছে প্যাট কামিন্সদের।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2022, 02:36 PM
Updated : 18 Nov 2022, 02:36 PM

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের পর শাস্তি পেতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। মন্থর ওভার রেটের কারণে দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে।

অ্যাডিলেইডে বৃহস্পতিবার নির্ধারিত সময়ে ২ ওভার কম বল করে প্যাট কামিন্সের দল। আইসিসি শুক্রবার এক বিবৃতিতে শাস্তির কথা জানায়।

আইসিসির নিয়ম অনুযায়ী, মন্থর ওভার রেটের ক্ষেত্রে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার বিধান রয়েছে।

অস্ট্রেলিয়া অধিনায়ক কামিন্স ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে অপরাধ স্বীকার করে নেন। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

ওই ম্যাচে দাভিদ মালানের ১৩৪ রানের ইনিংসে ২৮৭ রান করে ইংল্যান্ড। পরে ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের ফিফটিতে ১৯ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।

তিন ম্যাচ সিরিজের পরের দুই ওয়ানডে শনিবার সিডনিতে ও মঙ্গলবার মেলবোর্নে।