কোন ৫টি ফেডারেশনকে জায়গা দেওয়া হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
Published : 29 Apr 2023, 06:51 PM
দেশের ক্রীড়াঙ্গনে ধনী ফেডারেশন হিসেবে নামডাক রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নানা সময় পিছিয়ে পড়া বিভিন্ন ফেডারেশনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা যায় বিসিবির। সেই ধারাবাহিকতায় এবার আরও বৃহৎ পরিকল্পনা নিয়েছে তারা।
রাজধানীর পূর্বাচলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে নতুন আন্তর্জাতিক স্টেডিয়াম তৈরি করছে বিসিবি। আগামী মাস থেকে মাঠের আউটফিল্ডের কাজ শুরুর কথা জানিয়েছেন বোর্ডের মাঠ বিষয়ক কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। পাশাপাশি এই স্টেডিয়ামের সঙ্গে ৫টি ফেডারেশনের জন্যও আলাদা স্থাপনা তৈরি করবেন তারা।
স্টেডিয়ামের কাজের অগ্রগতির বর্তমান অবস্থা পরিদর্শনে শনিবার পূর্বাচলে যান মাহবুব আনাম। সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে তিনি জানান, স্টেডিয়াম ছাড়াও আরও অনেক কিছু থাকবে পূর্বাচলে।
“এখানে শুধু মাঠ নয়, আমাদের একটি অ্যাকাডেমি ভবন হচ্ছে। বিসিবির একটি নিজস্ব ভবন হচ্ছে। হোটেলের জায়গা ড্রয়িং করা থাকবে। ওটা আমরা পরে পর্যায়ক্রমে নির্মাণে যাব। এছাড়া একটা ক্রিকেটার্স ক্লাব হবে।”
“এর বাইরেও আমরা পাঁচটি ফেডারেশনকে এখানে স্থাপনা দেব। এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) আমাদের অনুরোধ করেছে তাদেরকে এখানে সংকুলান করা যায় কি না। সে ব্যাপারে আলোচনা করে এখানে ৫টি ফেডারেশনকে জায়গা দেব।”
কোন ৫টি ফেডারেশনকে জায়গা দেবে বিসিবি তা নিশ্চিত করে বলতে পারেননি মাহবুব আনাম।
“এনএসসি একটা তালিকা দিয়েছে। সেই তালিকা অনুযায়ী আমরা নতুন করে জায়গা বরাদ্দ করেছি। সে অনুযায়ী ড্রয়িংও করা হয়েছে। তাদের ঢোকা ও বের হওয়ার জায়গাও আমরা আলাদাভাবে করে দিচ্ছি। যাতে কারও কাজের কোনো বিঘ্ন না ঘটে।”
জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে জানা গেছে, কোন ৫টি ফেডারেশনকে জায়গা দেওয়া হবে তা এখনও চূড়ান্ত হয়নি। প্রাথমিকভাবে ১৫টি ফেডারেশনের সংক্ষিপ্ত তালিকা করেছে তারা। সেখান থেকে ৫টির জায়গা হবে পূর্বাচলে।