নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহিম গেঁথে দিলেন বড় স্কোরের ভিত। পরে সাকিব আল হাসান ছাড়া অন্যরা সেভাবে জ্বলে না ওঠায় ২৪৬ রানের পুঁজি পেল বাংলাদেশ। ব্যাট হাতে আলো ছড়ানোর পর বল হাতে শুরু থেকে ইংল্যান্ডকে চাপে রাখলেন সাকিব। ইনিংসের মাঝে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা গড়লেও শেষ পর্যন্ত ১৯৬ রানে গুটিয়ে গেল সফরকারীরা। হোয়াইটওয়াশ এড়ানোর স্বস্তি পেল তামিম ইকবালের দল।
Published : 06 Mar 2023, 10:07 PM