মিনহাজুল আবেদীনের নেতৃত্বে বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে এই মাসেই।
Published : 16 Dec 2023, 04:16 PM
চলতি মাসেই শেষ হচ্ছে জাতীয় দলের বর্তমান নির্বাচক কমিটির মেয়াদ। বর্তমান কমিটির সঙ্গে নতুন চুক্তি করা হোক বা নতুন কমিটি নিয়োগ, সেই প্রক্রিয়া আপাতত ঝুলে থাকছে জাতীয় নির্বাচনের জন্য। নির্বাচন শেষে সেই সিদ্ধান্ত হবে বলে জানালেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। সেটি হতে পারে বিপিএল চলার সময়।
২০১১ সালের বিশ্বকাপের পর থেকে প্রায় এক যুগ ধরে জাতীয় দলের নির্বাচক কমিটিতে আছেন মিনহাজুল আবেদীন। ২০১৬ সালের এপ্রিলে সেই সময়ের প্রধান নির্বাচক ফারুক আহমেদ পদত্যাগ করার পর প্রধানের দায়িত্ব পান মিনহাজুল। সেই থেকে দায়িত্বে আছেন তিনিই। সাবেক এই অধিনায়কের সঙ্গে আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ও সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে নিয়ে গড়া তার বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর।
সময় খুব বেশি না থাকলেও নির্বাচক কমিটির ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত এখনও নেয়নি বোর্ড। চলতি মাসে তেমন কিছুর সম্ভাবনাও নেই। বিসিবি সভাপতি নাজমুল হাসান ব্যস্ত তার নির্বাচনী প্রচারণায়। তাই স্বয়ংক্রিয়ভাবেই কিছু দিনের জন্য বেড়ে যাচ্ছে বর্তমান কমিটির মেয়াদ।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার বিজয় দিবসের প্রদর্শনী ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনে বিসিবি সভাপতি জানান, জাতীয় নির্বাচনের ব্যস্ততার কারণে এখনই কোনো বোর্ডসভা করতে পারছেন না।
“নির্বাচক কমিটি নিয়ে আমাদের চিন্তা... আমি তো (জানুয়ারির) ৮ তারিখের আগে ঢাকায় ফেরত আসতে পারছি না। আমি (কিশোরগঞ্জ) চলে যাচ্ছি। একবারে নির্বাচন শেষ করে, ফলাফল ঘোষণা হওয়ার পরই আসতে হবে। এরপর বোর্ড সভা করে আমরা সিদ্ধান্ত নেব। যত দ্রুত সম্ভব… পারলে ২-৩ দিনের মধ্যে নিয়ে নেব, বিপিএলের মধ্যেই।”
দল নির্বাচন নিয়ে নানা প্রশ্ন থাকে সবসময়ই। বর্তমান কমিটি নিয়েও সমালোচনা কম হয়নি। সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে অনেক। কখনও মাত্রা ছাড়িয়েছে সমালোচনার ধরন।
এখানে অবশ্য মিনহাজুল-হাবিবুলদের পাশে দাঁড়িয়েছেন নাজমুল। পাশাপাশি এটিও জানিয়ে রেখেছেন, বর্তমান কমিটিকে সরানো হলে, সেটি হবে স্বাভাবিক প্রক্রিয়ারই অংশ। নতুন নির্বাচক কমিটির সদস্য হওয়ার জন্য সাবেক ক্রিকেটার হওয়ার কোনো বাধ্যবাধকতা নেই।
“কোনো নির্দিষ্ট মানদণ্ড আসলে নেই। নির্বাচক প্যানেল বদলাতে পারে। এটা তো স্বাভাবিক প্রক্রিয়া। এই কমিটির অনেক দিন হয়েছে। সব সময় পরিবর্তন হওয়াটা ভালো। তবে কাউকে দোষারোপ করে বাদ দেওয়া, মিথ্যা অপবাদ দিয়ে বাদ দেওয়া- এটা খুব খারাপ একটা উদাহরণ তৈরি হবে।”
ভারতে বিশ্বকাপে দেশের একমাত্র খেলাধুলার চ্যানেল টি স্পোর্টসের বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে মোহাম্মদ আশরাফুল বলেছেন, বোর্ড চাইলে জাতীয় দলের নির্বাচক হতে প্রস্তুত তিনি। এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি নাজমুল হাসান। তার পরিষ্কার বার্তা, জাতীয় দলের নির্বাচক হতে আগ্রহ প্রকাশ করার জন্য যে কারও দরজা খোলা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বোর্ড সভা থেকে।
“আমাদের একটা কমিটি আছে। তারা আমাদের কাছে নাম প্রস্তাব করবে। তারা দেখবেন, কারা কারা আগ্রহী এবং তাদের নিজেদের একটা পছন্দও থাকবে। সেটা নিয়ে বোর্ডে আলোচনা হবে, আমরা বাছাই করব। আসলে কে কে হবে, কে আসবে, এই মুহূর্তে এটা বলা খুব কঠিন। তবে কারও যদি ইচ্ছা থাকে, তাহলে সে প্রকাশ করতে পারে। কোন সমস্যা নেই।”