ভারতের বিপক্ষে শেষ দুই ম্যাচে খেলতে পারবেন না ওটনিয়েল বার্টমান ও আন্দিলে ফেলুকোয়াইয়ো।
Published : 19 Dec 2023, 05:43 PM
ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন ওটনিয়েল বার্টমান ও আন্দিলে ফেলুকোয়াইয়ো। প্রায় একই ধরনের চোটে ভুগছেন তারা দুজন।
আইসিসির ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে জানানো হয়, পেসার বার্টমান ও অলরাউন্ডার ফেলুকোয়াইয়ো সাইড স্ট্রেইনে ভুগছেন। অনুশীলনে চোট পেয়েছেন বার্টমান আর জোহান্সবার্গে প্রথম ম্যাচ থেকে এই চোটে ভুগছেন ফেলুকোয়াইয়ো।
গত রোববার প্রথম ওয়ানডেতে ২০০ বল হাতে রেখে আট উইকেটের বিশাল জয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে আছে ভারত।
তাতের শূন্যতা পূরণে আরেক পেসার বিউরান হেনড্রিকসকে দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৪ সালে অভিষেকের পর থেকে দেশের হয়ে এক টেস্ট, আট ওয়ানডে ও ১৯টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
দক্ষিণ আফ্রিকার হয়ে হেনড্রিকস সবশেষ ওয়ানডে খেলেন ২০২১ সালে, পাকিস্তানের বিপক্ষে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপেও স্কোয়াডে ছিলেন তিনি। ওই বিশ্বকাপে খেলেছিলেন একটি ম্যাচ, আফগানিস্তানের বিপক্ষে।