ফের লঙ্কান বোর্ড প্রধান শাম্মি সিলভা

টানা তিন দফায় এসএলসির সভাপতি হলেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 May 2023, 12:21 PM
Updated : 20 May 2023, 12:21 PM

শ্রীলঙ্কান ক্রিকেটকে এগিয়ে নেওয়ার গুরুদায়িত্ব আবারও পেয়েছেন শাম্মি সিলভা। টানা তৃতীয়বারের মতো দেশটির ক্রিকেট বোর্ড-এসএলসি এর সভাপতি নির্বাচিত করা হয়েছে তাকে। 

নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। ২০২৩-২৫ মেয়াদে বোর্ড প্রধান হিসেবে শাম্মি সিলভার বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ের কথা এদিনই বিবৃতি দিয়ে জানায় লঙ্কান বোর্ড। গতবারও কোনোরকম প্রতিদ্বন্দ্বীতা ছাড়া জিতেছিলেন তিনি।

আগের কার্যনির্বাহী কমিটির প্রায় সবাই পুনরায় নির্বাচিত হয়েছেন। সকলেই জিতেছেন কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই। কেবল কোষাধ্যক্ষ পদে এসেছে পরিবর্তন। 

বার্ষিক সাধারণ সভা শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগামী দুই বছরের নিয়ে মেয়াদে নিজের উদ্দেশ্যগুলো কথা বলেন শাম্মি সিলভা। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতের সঙ্গে যৌথভাবে নয়, একাই আয়োজন করার জন্য চেষ্টা করা হবে বলে জানান তিনি। শুধু তাই নয়, ফ্লাডলাইট ব্যবস্থা সম্পন্ন একটি নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনাও আছে তার বোর্ডের।