ফুটবলের আঘাতে হাসপাতালে মিরাজ

গা গরমের ফুটবল খেলায় চোট পেয়েছেন এই অলরাউন্ডার, তার চোখে একটু রক্ত জমে আছে।

ক্রীড়া প্রতিবেদকসিলেট থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2023, 06:36 AM
Updated : 17 March 2023, 06:36 AM

অনুশীলনের আগে গা গরম করার ফুটবল খেলা তখন শুরু হয়েছে মাত্র। হুট করে হাসান মাহমুদের শটে বল লাগল মেহেদী হাসান মিরাজের মুখে। সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে বসে পড়লেন তিনি। একটু পর লুটিয়ে পড়লেন মাটিতে। ছুটে এলেন তার সতীর্থরা।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুক্রবার সকালে বাংলাদেশ দলের অনুশীলনে এই আঘাত পান মিরাজ। ফিজিওর তাৎক্ষনিক চিকিৎসার পর আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ম্যাচের আগের দিন তাই অনুশীলন করতে পারেননি এই অলরাউন্ডার।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান মিরাজের চোটের অবস্থা।

"সিটি স্ক্যানে বিপজ্জনক কিছু ধরা পড়েনি। তবে ওর ডান চোখে চোট লেগেছে। যতটুকু জানতে পেরেছি, চোখে একটু রক্ত জমে আছে। এখনও পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি। রিপোর্ট পাওয়ার পর হয়তো বিশদ বলতে পারব কতটা গুরুতর আঘাত এটি।"

আয়ার‌ল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ শুরু শনিবার। এই ম্যাচ খেলা নিয়ে শঙ্কা আছে কি না জানতে চাইলে প্রধান চিকিৎসক আপাতত কোনো মন্তব্য করতে চাননি।