প্রস্তুতি ম্যাচ থেকে বিশ্বকাপে আত্মবিশ্বাস পাচ্ছে ডাচরা।
Published : 15 Oct 2022, 06:27 PM
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের স্মৃতি নিশ্চয় ভুলে যেতে চাইবে নেদারল্যান্ডস। একের পর এক ম্যাচ বাজেভাবে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল তারা। বছর ঘুরতে না ঘুরতেই তাদের সামনে আরেকটি বিশ্বকাপের চ্যালেঞ্জ। এবার প্রস্তুতি ম্যাচগুলো থেকে অবশ্য বেশ আত্মবিশ্বাস পাচ্ছে ডাচরা।
বিশেষ করে দলের পরামর্শক গ্যারি কার্স্টেনের সংস্পর্শে দারুণ উজ্জীবিত তারা। অফ স্পিনার কলিন আকারম্যান বললেন, অল্প সময়ে তাদের দলে বড় প্রভাব রেখেছেন বিশ্ব ক্রিকেটের খ্যাতিম্যান এই কোচ।
গত সপ্তাহে কার্স্টেনকে নিয়োগ দেওয়ার কথা জানায় নেদারল্যান্ডস। বিশ্বকাপে সংক্ষিপ্ত সময়ের জন্য দলটির পরামর্শক হিসেবে কাজ করছেন ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়ী এই কোচ। বিশ্বকাপের প্রস্তুতির জন্য গত মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় কার্স্টেনের একাডেমিতেও অনুশীলন করেছিল নেদারল্যান্ডস দল।
অল্প সময়ে খুব বেশি কাজ করার সুযোগ নেই কোনো কোচেরই। কার্স্টেনের মতো অভিজ্ঞ একজনের কাছ থেকে তারা কতটা নিতে পারছেন, তার একটা ধারণা দিলেন আকারম্যান।
“গ্যারি বিশ্বের সেরা কয়েকটি দলে কোচিং করানোর অভিজ্ঞতার ভাণ্ডার নিয়ে এসেছেন। এর আগে অস্ট্রেলিয়ায় হোবার্ট হারিকেন্সকেও তিনি কোচিং করিয়েছেন। তিনি দুর্দান্ত একজন ব্যাটিং কোচও। খেলাটি এবং চাপের মুহূর্তগুলি খুব ভালোভাবে বোঝেন তিনি। নির্দিষ্ট ধরনের বোলারদের বিপক্ষে বিভিন্ন বিকল্প নিয়ে আমাদের ব্যাটারদের সঙ্গে তিনি ঘনিষ্ঠভাবে কাজ করেছেন। তিনি আমাদের দলে অল্প সময়ের মধ্যে বড় প্রভাব ফেলেছেন।”
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাজেভাবে হেরেছিল নেদারল্যান্ডস। শেষ ম্যাচে তো শ্রীলঙ্কার বিপক্ষে তারা গুটিয়ে গিয়েছিল স্রেফ ৪৪ রানে, বিশ্বকাপের ইতিহাসে যা দ্বিতীয় সর্বনিম্ন। সর্বনিম্ন ৩৯ রানের রেকর্ডও ডাচদের, ২০১৪ আসরে সেটিও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
ভিক্টোরিয়ার জিলংয়ে রোববার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে নেদারল্যান্ডস। আগের দিন সংবাদ সম্মেলনে আকারম্যান বললেন, এবার প্রস্তুতি তাদের ভালো হয়েছে।
“আমি মনে করি, গত বছর আমাদের প্রস্তুতি আদর্শ ছিল না। দুবাইয়ে আমাদের খুব বেশি প্রস্তুতি ছিল না। যেখানে এই বছর আমরা অস্ট্রেলিয়ায় দুই সপ্তাহ আগে এসেছি। তাই আমাদের প্রস্তুতি অনেক ভালো হয়েছে।”
“আমরা অ্যাডিলেইডে নেমে সেখানে কয়েকটি প্রস্তুতি খেলছি। ব্রিজবেনে এসে ব্রিজবেন হিটের বিপক্ষে একটি, কুইন্সল্যান্ড একাদশের বিপক্ষে তিনটি এবং আফগানিস্তানের বিপক্ষে একটি ম্যাচ খেলেছি। গত বছরের তুলনায় এবার আমাদের প্রস্তুতি অনেক ভালো বলেই মনে করি।”
আমিরাতের বিপক্ষে এখন পর্যন্ত ১০ টি-টোয়েন্টি খেলে নেদারল্যান্ডসের জয় ৪টি। গত তিন বছরে অবশ্য দেখা হয়নি দুই দলের। আসছে লড়াইয়ে শুরুতে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করেন আকারম্যান।
“আমি মনে করি, তাদের ব্যাটিং লাইনআপে শুরুর দিকে বেশ বিপজ্জনক খেলোয়াড় আছে, যেমন (মুহাম্মদ) ওয়াসিম। তাদের বিপক্ষে প্রথম দিকে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ হবে।”