বিধ্বংসী ব্যাটিংয়ে লিটনের রেকর্ড, সঙ্গে রেকর্ড দলেরও

দ্রুততম ফিফটিতে মোহাম্মদ আশরাফুলের ১৬ বছর আগের রেকর্ড ভাঙলেন লিটন দাস। 

ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2023, 10:34 AM
Updated : 29 March 2023, 10:34 AM

সম্ভাবনাটা জেগেছিল আগের ম্যাচেও। তবে লিটন দাস থমকে যান পঞ্চাশের একটু আগে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে আর সেই ভুল করলেন না স্টাইলিশ ওপেনার। ঝড়ো ব্যাটিংয়ে গড়লেন বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড। লিটনের সঙ্গে রনি তালুকদারের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশও গড়েছে নিজেদের দ্রুততম অর্ধশত ও শতরানের রেকর্ড।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে বৃষ্টির দাপট ছাপিয়ে ম্যাচ শুরুর পর প্রথম ওভার দেখে শুনে খেলেন লিটন। দ্বিতীয় ওভারের শেষ বলে মারেন প্রথম চার। পরের তিন ওভারে রীতিমতো টর্নেডো বয়ে যায় আয়ারল্যান্ডের বোলারদের ওপর। স্রেফ ১৮ বলে পূরণ হয় লিটনের ফিফটি। 

বাংলাদেশের হয়ে আগের দ্রুততম ফিফটি ছিল মোহাম্মদ আশরাফুলের। ২০০৭ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৭ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে ২০ বলে পঞ্চাশ পেরোন তিনি। সেই রেকর্ড এখন নিজের করে নিলেন লিটন। বাংলাদেশের তৃতীয় দ্রুততম ফিফটিও লিটনের, ২১ বলে। 

লিটনের খ্যাপাটে ব্যাটিংয়ে বাংলাদেশের দলীয় পঞ্চাশ আসে স্রেফ ২১ বলে। এটি তাদের দ্রুততম দলীয় ফিফটির রেকর্ড। ২০১৬ বিশ্বকাপে ধর্মশালায় আইরিশদের বিপক্ষে ২৪ বলে ৫০ রান করেছিল বাংলাদেশ। 

তৃতীয় ওভারে গ্রাহাম হিউমের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অফের ওপর দিয়ে প্রথম ছক্কা মারেন লিটন। পরের ওভারে মার্ক অ্যাডায়ারের বলে ছক্কার পর মারেন জোড়া চার। স্কয়ার লেগ বাউন্ডারিতে ছক্কাটি অবশ্য ক্যাচের মতো ছিল। কিন্তু নিতে পারেননি জর্জ ডকরেল। পঞ্চম ওভারে ফিওন হ্যান্ডকে জোড়া চারের পর ছক্কা মারেন লিটন। 

১৭ ওভারে নেমে আসা ম্যাচে পাওয়ার প্লের ৫ ওভারে বাংলাদেশ পায় ৭৩ রান। ষষ্ঠ ওভারের প্রথম বলে এক রান নিয়ে ক্যারিয়ারের দশম ফিফটি পূরণ করেন লিটন। ৫ চারের সঙ্গে ছক্কা মারেন তিনটি।

ফিফটির পরও ছুটতে থাকেন লিটন একই গতিতে। আরেক পাশে রনির ব্যাটও ছিল উত্তাল। ৪৩ বলেই বাংলাদেশের রান পৌঁছে যায় তিন অঙ্কে।

বাংলাদেশের দ্রুততম দলীয় শতরান ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেই। সেদিন একশ করতে লেগেছিল ৫৩ বল।

লিটনের ইনিংস শেষ পর্যন্ত থামে ১০ চার ও ৩ ছক্কায় ৪১ বলে ৮৩ করে। উদ্বোধনী জুটি শেষ হয় ১২৪ রানে।