টি-টোয়েন্টি বেশি খেলার কারণে ওয়ানডেতে মানিয়ে নিতে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে বলে মনে করেন ভারতীয় এই ব্যাটসম্যান।
Published : 09 Aug 2023, 04:13 PM
সাদা বলের দুই সংস্করণে সুরিয়াকুমার ইয়াদাভের পারফরম্যান্সের মধ্যে ফারাক আকাশ-পাতাল। টি-টোয়েন্টিতে বোলারদের ওপর দাপট দেখানো ভারতীয় এই ব্যাটসম্যান ওয়ানডেতে যেন হারিয়ে ফেলেন নিজেকে। এর কারণও অবশ্য খুঁজে পেয়েছেন তিনি।
সুরিয়াকুমারের মনে হচ্ছে, অতিরিক্ত টি-টোয়েন্টি খেলার পর ওয়ানডেতে মানিয়ে নিতে চ্যালেঞ্জের মুখে পড়েন তিনি। তবে সংস্করণ ভেদে উন্নতি করার বিকল্প দেখেন না তিনি।
ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্যদের একজন সুরিয়াকুমার। এখন পর্যন্ত এই সংস্করণে দেশের হয়ে ৫১ ম্যাচ খেলে তার রান ১ হাজার ৭৮০, গড় ৪৫.৬৪, স্ট্রাইক রেট অবিশ্বাস্য- ১৭৪.৩৩! তিনটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন ১৪টি।
টি-টোয়েন্টিতে যতটা উজ্জ্বল, ওয়ানডেতে ততটাই যেন নিষ্প্রভ সুরিয়াকুমার। ২০২১ সালের জুলাইয়ে ওয়ানডে অভিষেক। এরপর থেকে ভারতের হয়ে এখন পর্যন্ত খেলতে পেরেছেন কেবল ২৬ ম্যাচ। ২৪.৩৩ গড়ে রান স্রেফ ৫১১। স্ট্রাইক রেট অবশ্য ১০১.৩৮। সেঞ্চুরি নেই একটিও, ফিফটি দুটি।
চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরেও ওয়ানডেতে হাসেনি তার ব্যাট। তিন ম্যাচে যথাক্রমে করেন ১৯, ২৪ ও ৩৫। এর আগে গত মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা তিন ম্যাচে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পান তিনি।
তবে সংস্করণ বদলাতেই জ্বলে উঠেছেন সুরিয়াকুমার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টিতে ২১ ও ১ রান করা ডানহাতি এই ব্যাটসম্যান মঙ্গলবার খেলেন ম্যাচ জেতানো ৪৪ বলে ৮৩ রানের বিস্ফোরক ইনিংস। ১৬০ রান তাড়ায় ভারত জিতে যায় ৭ উইকেটে।
এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুরিয়াকুমার বলেন, ওয়ানডেতে নিজেকে মেলে ধরতে না পারার কারণ এই সংস্করণ বেশি না খেলা।
“যেহেতু টি-টোয়েন্টি অনেক বেশি খেলি, জানি যে কেবল পরিস্থিতি অনুযায়ী নিজেকে মেলে ধরতে হবে। কিন্তু ওয়ানডে এমন একটা সংস্করণ যেটা আমি খুব একটা খেলি না। আর এটা আমার জন্য একটি চ্যালেঞ্জিং সংস্করণ-আপনি যদি শুরুতে উইকেট হারান, তাহলে টেস্টের মতো সময় নিতে হবে; শুধুমাত্র শেষের দিকে টি-টোয়েন্টির মতো খেলতে হয়।”
“যদি নিজেকে নিয়ে সত্যি বলতে হয়, তাহলে বলতেই হবে ওয়ানডেতে আমার পরিসংখ্যান খুবই বাজে। এটা স্বীকার করে নিতে লজ্জার কিছু নেই, এটা সবাই এরই মধ্যে জানে। নিজের সঙ্গে সৎ থাকতে হবে, তবে এরপর ভালো করাও গুরুত্বপূর্ণ। এটাই রোহিত (শার্মা) ও রাহুল স্যার আমাদের বলেছেন, যেহেতু আমি ওয়ানডে বেশি খেলি না, আমাকে অনুশীলন করতে হবে এবং কী করতে পারি সেটা নিয়ে ভাবতে হবে।”
আগামী ৫ অক্টোবর ভারতে শুরু ওয়ানডে বিশ্বকাপ। এর আগে এশিয়া কাপ ও ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের প্রাথমিক দল দিতে হবে আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে। সুরিয়াকুমারের সামনে তাই নিজের সামর্থ্য প্রমাণের সুযোগ খুব একটা নেই।