লা লিগায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ।
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হতেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের ব্যস্ততা। দেশের ঘরোয়া ক্রিকেটের ঐতিহ্যবাহী ও জনপ্রিয় এই আসরে আরও একবার সম্পৃক্ত হয়েছে ওয়ালটন। আসরের পৃষ্ঠপোষকতা করছে এই প্রতিষ্ঠান। টুর্নামেন্টের আনুষ্ঠানিক নাম তাই ‘ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০২২-২৩।’
এই নিয়ে টানা ১১ বার ঢাকা প্রিমিয়ার লিগের টাইটেল স্পন্সর হলো ওয়ালটন।
১২ দল নিয়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে বুধবার থেকে। প্রথম দিনে তিনটি ম্যাচ হবে তিন মাঠে। টুর্নামেন্টের উদ্বোধন হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। এখানেই মুখোমুখি হবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও প্রিমিয়ারে নতুন উঠে আসা দল ঢাকা লেপার্ডস।
প্রিমিয়ারে উঠে আসা আরেক দল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ফতুল্লায় মুখোমুখি হবে লেজেন্ডস অব রূপগঞ্জের, বিকেএসপিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব খেলবে সিটি ক্লাবের সঙ্গে।