বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
সবশেষ সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এনে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল সাজিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
Published : 02 Dec 2024, 10:53 PM
ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার জাস্টিন গ্রেভস। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন কিপার-ব্যাটসম্যান আমির জাঙ্গু।
দেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য সোমবার ১৫ জনের দল দিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। দলে বিশেষজ্ঞ পেসার চার জন- আলজারি জোসেফ, শামার জোসেফ, জেডেন সিলস ও ম্যাথু ফোর্ড।
সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে হারা সিরিজের দল থেকে পরিবর্তন আছে দুটি। ওই সিরিজে কোনো ম্যাচ না খেলেই বাদ পড়েছেন কিপার-ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র।
গত অক্টোবরে শ্রীলঙ্কা সফরে ওয়ানডে দিয়ে অ্যান্ড্রুর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ১৭ বছর বয়সে, হয়ে যান ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের সর্বকনিষ্ঠ ওয়ানডে ক্রিকেটার। অভিষেকে ব্যাটিংয়ের সুযোগ তিনি পাননি। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে মাঠে নামার অপেক্ষা আরও বাড়ল তার।
ওয়ালশ শ্রীলঙ্কা সফরে দুটি ওয়ানডে খেলে উইকেটশূন্য ছিলেন। ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত তিনি ওয়ানডে খেলেছেন ২৫টি।
গত মাসের শুরুতে দারুণ এক কীর্তি গড়েন গ্রেভস। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে টানা তিন ম্যাচে সেঞ্চুরির কৃতিত্ব দেখান তিনি। দেশটির ঘরোয়া পঞ্চাশ ওভারের প্রতিযোগিতা সুপারফিফটি কাপে লিওয়ার্ড আইল্যান্ডের হয়ে এমন পারফরম্যান্সে নিজেকে মেলে ধরেন ৩০ বছর বয়সী ক্রিকেটার।
ওই প্রতিযোগিতায় ৫ ম্যাচে ১৩৩.৬৬ গড়ে তিনি করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪০১ রান। মাসের শেষ দিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে অপরাজিত সেঞ্চুরি করেন তিনি ক্যারিয়ারের তৃতীয় টেস্টেই। ওই ম্যাচে হাত ঘুরিয়ে উইকেট নেন দুটি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত পাঁচ ওয়ানডের সবশেষটি তিনি খেলেছেন বছরের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
সুপারফিফটি কাপে সর্বোচ্চ স্কোরার ছিলেন জাঙ্গু। ৭ ম্যাচে এক সেঞ্চুরি ও তিন ফিফটিতে ৮৯.২০ গড়ে ৪৪৬ রান তিনি করেন ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর হয়ে। টানা চার ম্যাচে তার ব্যাট থেকে আসে ৯৬, অপরাজিত ৭০, ১১১ ও অপরাজিত ৯৩ রানের ইনিংস। গত এপ্রিলে তিনি ডাবল সেঞ্চুরি করেন প্রথম শ্রেণির ক্রিকেটে।
জাঙ্গুর সামগ্রিক লিস্ট ‘এ’ পারফরম্যান্স যদিও আহামরি কিছু নয়। ৪৯ ম্যাচে ৩০.৩৬ গড়ে ২৭ বছর বয়সী ক্রিকেটারের রান ১ হাজার ৩৯৭। সেঞ্চুরি একটি।
সেন্ট কিটসে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর হবে তিনটি ওয়ানডে। পরে তিনটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল।
ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড