আইপিএল
Published : 01 May 2025, 06:36 PM
আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মন্থর ওভার রেটের কারণে শাস্তি পেয়েছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংস অধিনায়ককে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
চেন্নাইয়ে বুধবার ৪ উইকেটে জয় পায় পাঞ্জাব। প্রতিপক্ষের ১৯০ রান ২ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।
রান তাড়ায় ৪টি ছক্কা ও ৫টি চারে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরার পুরস্কার জিতে নেন শ্রেয়াস।
ম্যাচ জেতানো ইনিংস খেলার আনন্দের সঙ্গে জরিমানার যন্ত্রণাও পেতে হচ্ছে এই ভারতীয় ব্যাটসম্যানকে। মৌসুমে প্রথমবার এই অপরাধে ধরা পড়ায় আর বাড়েনি তার শাস্তি।
আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, মৌসুমে প্রথমবার ওভার-রেটে পিছিয়ে থাকলে ১২ লাখ রুপি জরিমানা করা হয়।
দলের দশম ম্যাচে এসে এই শাস্তি পেলেন শ্রেয়াস। পরবর্তী ম্যাচগুলোতে একই ভুল করলে বাড়বে তার জরিমানা।
চেন্নাইকে হারিয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে এখন দ্বিতীয় স্থানে আছে পাঞ্জাব।
চলতি মৌসুমে এর আগে মন্থর ওভার রেটের জন্য জরিমানা গুনেছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রাজাত পাতিদার, রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগ ও সাঞ্জু স্যামসন, দিল্লি ক্যাপিটালসের আকসার প্যাটেল, গুজরাট টাইটান্সের শুবমান গিল এবং লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের রিশাভ পান্ত।