ভারত-নিউ জিল্যান্ড সিরিজ
ব্যাটিং করতে পারে, এমন কাউকে নামানো উচিত ছিল বলে মনে করেন ধারাভাষ্যকার ও নিউ জিল্যান্ডের সাবেক পেসার ডুল।
Published : 01 Nov 2024, 10:33 PM
মুম্বাই টেস্টের প্রথম দিন মোহাম্মদ সিরাজকে ‘নাইটওয়াচম্যান’ হিসেবে পাঠানোয় ভারতের টিম ম্যানেজমেন্টের কড়া সমালোচনা করেছেন ধারাভাষ্যকার সাইমন ডুল। ব্যাটিং করতে পারে, এমন কাউকে নামানো উচিত ছিল বলে মনে করছেন নিউ জিল্যান্ডের এই সাবেক পেসার।
ওয়াংখেড়েতে সিরিজের তৃতীয় টেস্টে শুক্রবার নিউ জিল্যান্ডকে ২৩৫ রানে আটকে দেওয়ার পর ব্যাটিংয়ে নেমে একটা পর্যায়ে ভারতের রান ছিল ১ উইকেটে ৭৮। সেখান থেকে ৮ বলের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।
বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে রিভার্স সুইপ করার চেষ্টায় ইয়াসাসভি জয়সওয়াল বোল্ড হওয়ার পর ব্যাটিংয়ে পাঠানো হয় পেসার সিরাজকে। টেস্টে যার ব্যাটিং গড় ৪.৬৯, আগে যিনি কখনও এক ইনিংসে ২২ বলের বেশি খেলতে পারেননি। ৩১ টেস্টের ক্যারিয়ারে প্রথমবার ‘নাইটওয়াচম্যান’ হিসেবে নেমে তিনি আউট হয়ে যান প্রথম বলেই।
এজাজের বলটি বুঝতেই পারেননি সিরাজ। ডিফেন্স করতে চেয়েছিলেন তিনি, বল টার্ন করে আঘাত হানে তার পেছনের পায়ের প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে দেন আম্পায়ার। ৪০ ইনিংসে দশমবার শূন্য রানে ফেরার পাশাপাশি একটি রিভিউও নষ্ট করেন সিরাজ।
তার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে পরের ওভারে অযথাই একটি রান নিতে গিয়ে রান আউট হয়ে ফেরেন ভিরাট কোহলি। ৪ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শেষ করে ভারত।
দিনের খেলা শেষে জিওসিনেমায় আলাপচারিতায় সিরাজকে ‘নাইটওয়াচম্যান’ নামানোর ভারতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন ডুল। তার মতে, ওই সময়ে ব্যাটিংয়ে পাঠানো উচিত ছিল রাভিচান্দ্রান অশ্বিনকে।
“যদি কাউকে ব্যাটিংয়ে পাঠান, তার খেলতে সক্ষম হতে হবে। এগারো নম্বর বা সিনিয়র বোলারকে পাঠাতে পারেন না। (ওই পরিস্থিতিতে ব্যাটিংয়ে পাঠানোর মতো) যদি কেউ থেকে থাকে, সেটা রাভিচান্দ্রান অশ্বিন। কারণ, সে সত্যিকার অর্থে ব্যাট করতে পারে, বাকি সময় কাটিয়ে দিতে পারে এবং পরের দিন এসে রান করতে পারে, এর জন্য যথেষ্ট ভালো সে।”