জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড সিরিজ
জিম্বাবুয়ের বিপক্ষে একশর আগে গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়া আয়ারল্যান্ড শেষ পর্যন্ত প্রথম ইনিংসে ২৬০ রান করেছে।
Published : 06 Feb 2025, 10:23 PM
ম্যাচের ষষ্ঠ বলে পিটার মুরকে ফিরিয়ে শুরু, এরপর প্রতিপক্ষ শিবিরে একের পর এক আঘাত হানলেন ব্লেসিং মুজারাবানি। তার ছোবলে এলোমেলো হয়ে পড়া আয়ারল্যান্ডের হাল ধরলেন অ্যান্ডি ম্যাকব্রাইন ও মার্ক অ্যাডায়ার। তাদের দুজনের জুটিতে লড়ার মতো পুঁজি গড়ল আইরিশরা।
বুলাওয়ায়োতে একমাত্র টেস্টে বৃহস্পতিবার ৩১ রানে ৫ উইকেট হারানো আয়ারল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয় ২৬০ রানে। পরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ৭২ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে জিম্বাবুয়ে। এখনও তারা পিছিয়ে ১৮৮ রানে।
আয়ারল্যান্ডের ইনিংসে ধস নামানো পেসার মুজারাবানি ক্যারিয়ার সেরা বোলিংয়ে ৫৮ রানে ৭ উইকেট নেন। জিম্বাবুয়ের টেস্ট ইতিহাসে পেসারদের মধ্যে যা সেরা বোলিংয়ের রেকর্ড। আগেরটি ছিল ডগলাস হন্ডোর ২০০৫ সালে বাংলাদেশের বিপক্ষে ৫৯ রানে ৬ উইকেট।
সব মিলিয়ে টেস্টে জিম্বাবুয়ের হয়ে সেরা বোলিংয়ের রেকর্ড লেগ স্পিনার পল স্ট্র্যাংয়ের। ২০০০ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে ১০৯ রানে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। ২০২০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৩ রানে ৭ উইকেট নিয়েছিলেন স্পিনার সিকান্দার রাজা।
মুজারাবানির ছোবল সামলে সপ্তম উইকেটে ১২৭ রানের জুটি গড়েন দুই বোলার ম্যাকব্রাইন ও অ্যাডায়ার। সঙ্গীর অভাবে সেঞ্চুরি করতে পারেননি অফ স্পিনার ম্যাকব্রাইন। ক্যারিয়ার সেরা ইনিংসে ১২ চারে ৯০ রানে অপরাজিত থাকেন তিনি। আর পেসার অ্যাডায়ার ১৩ চারে করেন ৭৮ রান।
টস জিতে ব্যাটিংয়ে নাম আইরিশদের দুঃস্বপ্ন দেখান মুজারাবানি। প্রথম ৯ ওভারে ৫ উইকেট হারায় সফরকারীরা, এর চারটিই মুজারাবানির শিকার।
ভীষণ চাপের সময় ক্রিজে গিয়ে পাল্টা আক্রমণ চালান লর্কান টাকার। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান তুলতে থাকেন তিনি। ৭ চারে তার ৩৩ রানের ইনিংস থামে গুয়ান্ডার বলে বোল্ড হয়ে। তাতে ভাঙে ম্যাকব্রাইনের সঙ্গে তার ৫১ রানের জুটি।
এরপর ম্যাকব্রাইন ও অ্যাডায়ারের জুটিতে দুইশ ছাড়ায় আয়ারল্যান্ডের রান। অ্যাডায়ারকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙার পাশাপাশি ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট পূর্ণ করেন মুজারাবানি। পরে দ্রুত আরও দুই উইকেট তুলে নেন তিনি।
ম্যাথু হামফ্রেজকে নিয়ে দলের রান আড়াইশ পার করেন ম্যাকব্রাইন। কিন্তু তাকে সেঞ্চুরির সুযোগ দেননি হামফ্রেজ। রিচার্ড এনগারাভার বলে ম্যাকব্রাইন বিদায় নেন ক্যাচ দিয়ে। ১০ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।
পরে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়ে শিবিরে ষষ্ঠ ওভারে আঘাত হানেন ব্যারি ম্যাককার্থি। ইংলিশ ক্রিকেটার টম ও স্যাম কারানের ভাই বেন কারানকে কট বিহাইন্ড করে দেন তিনি।
কাইটানো ও নিক ওয়ালচের দারুণ ব্যাটিংয়ে দিনের বাকি সময় আর উইকেট হারায়নি স্বাগতিকরা। ৩ চারে ২৬ রানে খেলছেন কাইটানো। ৫ চারে অভিষিক্ত ওয়ালচ অপরাজিত ৩৩ রান নিয়ে।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ১ম ইনিংস: ৫৬.৪ ওভারে ২৬০ (মুর ৪, বালবার্নি ৯, ক্যাম্পার ৬, টেক্টর ০, স্টার্লিং ১০, টাকার ৩৩, ম্যাকব্রাইন ৯০*, অ্যাডায়ার ৭৮, ম্যাককার্থি ০, ইয়াং ৫, হামফ্রেজ ৮; মুজারাবানি ১৮-১-৫৮-৭, এনগারাভা ১৩.৪-১-৬৫-২, নিয়ামহুরি ৭-০-৪২-০, গুয়ান্ডা ৬-১-৫৩-১, বেনেট ১২-১-৩৩-০)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২১ ওভারে ৭২/১ (কাইটানো ২৬*, কারান ১২, ওয়ালচ ৩৩*; অ্যাডায়ার ৭-৩-২০-০, ম্যাককার্থি ৬-০-২৫-১, ইয়াং ৪-১-১২-০, হামফ্রেজ ২-০-৪-০, ম্যাকব্রাইন ২-০-১০-০)