বোর্ডার-গাভাস্কার ট্রফি
নিউ জিল্যান্ড সিরিজে রানের জন্য সংগ্রাম করা ব্যাটসম্যানদের অস্ট্রেলিয়া সফরের আগে মৌলিকত্বে ফিরতে বললেন ভারতীয় কিংবদন্তি।
Published : 07 Nov 2024, 06:35 PM
দেশের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটিং ভালো হয়নি ভারতের। ব্যক্তিগত কয়েকটি বড় ইনিংস দেখা গেছে বটে, তবে সামগ্রিকভাবে রানের জন্য সংগ্রাম করেছেন তাদের ব্যাটসম্যানরা। অস্ট্রেলিয়া সফরের আগে তাই উত্তরসূরিদের গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন কাপিল দেব। ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়কের মতে, মৌলিক বিষয়গুলোতে কাজ করার পাশাপাশি আরও বেশি অনুশীলন করা উচিত ব্যাটসম্যানদের।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশড হয় ভারত। মুম্বাইয়ে শেষ টেস্টে ১৪৭ রানের ছোট লক্ষ্য তাড়ায় হেরে যায় তারা ২৫ রানে। ১২ বছর পর ঘরের মাঠে টেস্ট সিরিজ হারে তারা, দেশের মাটিতে তিন বা এর বেশি টেস্টের সিরিজে সবগুলো ম্যাচ হারে প্রথমবার।
গোটা সিরিজে ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ ছিলেন দলের অভিজ্ঞ দুই ব্যাটসম্যান রোহিত শার্মা ও ভিরাট কোহলি। সিরিজে ৬ ইনিংসে রোহিত করেন কেবল ৯১ রান, কোহলি ৯৩। তাদের পড়তি ফর্ম নিয়ে আলোচনা-সমালোচনাও হচ্ছে প্রচুর।
কাপিল অবশ্য কারও নাম উল্লেখ করেননি। ‘ক্রিকেটনেক্সট’কে দেওয়া সাক্ষাৎকারে এই কিংবদন্তি বললেন, ঘরে বসে না থেকে অস্ট্রেলিয়া সিরিজের আগে কঠোর অনুশীলন করা উচিত ব্যাটসম্যানদের।
“মৌলিকত্বে ফিরে যান। অনুশীলন, অনুশীলন এবং অনুশীলন করুন। যদি বলেন, ঘরে বসে উন্নতি করব, তাহলে তো হবে না। যদি কঠিন সময়ের মধ্য দিয়ে যান, তাহলে আরও অনুশীলন করুন। যত বেশি অনুশীলন করবেন, তত ভালো হবে।”
অস্ট্রেলিয়ায় ভারতের পাঁচ টেস্টের সিরিজ শুরু হবে আগামী ২২ নভেম্বর পার্থে। সবশেষ দুই সফরে অস্ট্রেলিয়া থেকে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল ভারত।