মাহফুজুরের লড়াইয়ের পর পাকিস্তানের অনায়াস জয়

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2023, 12:20 PM
Updated : 6 May 2023, 12:20 PM

বাংলাদেশের টপঅর্ডার গুঁড়িয়ে দিলেন আমির হাসান। মিডল অর্ডারে লড়াকু ব্যাটিংয়ে দেড়শ ছাড়ানো সংগ্রহ এনে দিলেন মাহফুজুর রহমান। তা অবশ্য প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানানোর জন্যও যথেষ্ট হলো না। দুই ওপেনারের দারুণ জুটিতে সহজ জয় পেল পাকিস্তান। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য ৭৬ বল হাতে রেখেই ছুঁয়ে ফেলেছে পাকিস্তান। 

স্বাগতিক ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে স্রেফ ২৪ রানে ৫ উইকেট নিয়েছেন আমির। বাঁহাতি এই পেসারের হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। রান তাড়ায় পঞ্চাশ ছাড়ানো ইনিংস খেলেছেন আজান আওয়াইস ও শাহজাইব খান।

সফরের একমাত্র যুব টেস্টের প্রথম ইনিংসে ১৭৪ রানের ইনিংস খেলেন শাহজাইব। তিন অঙ্ক ছোঁয়ার সম্ভাবনা তিনি জাগান ওয়ানডেতেও। তবে ৮০ পেরিয়ে মাহফুজুরকে ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যান বাঁহাতি ওপেনার।  

১১৬ বলের ইনিংসে ৭ চার ও ৩ ছক্কায় তিনি করেন ৮৩ রান। আজানের সঙ্গে তার উদ্বোধনী জুটি ১৪৮ রানের।

অপরাজিত ৬৯ রানের ইনিংসে জয় নিয়ে মাঠ ছাড়েন আজান। ১০০ বলের ইনিংসে ৬ চারের সঙ্গে ১টি ছক্কা হাঁকান তিনি।  

টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের শুরুটা ছিল যাচ্ছেতাই। পঞ্চাশের আগেই ড্রেসিং রুমে ফেরেন প্রথম পাঁচ ব্যাটসম্যান। দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল ওপেনার আদিল বিন সিদ্দিক (৫৭ বলে ২৩)। 

এরপর মাহফুজুরের সঙ্গে মিলে প্রতিরোধের চেষ্টা করেন মোহাম্মদ শিহাব জেমস ও পারভেজ রহমান জীবন। তবে বেশিক্ষণ টিকতে পারেননি দুজনের কেউই। একশর আগে ৭ উইকেট হারিয়ে আরও বিপদে পড়ে যায় বাংলাদেশ।  

অষ্টম উইকেটে ওয়াসির সিদ্দিকির সঙ্গে ইনিংসের সর্বোচ্চ ৫৭ রানের জুটি গড়েন মাহফুজুর। ৪২তম ওভারে পূর্ণ হয় দলীয় একশ রান। শেষ ৮ ওভারে আসে আরও ৬৩ রান। এতে বড় অবদান মাহফুজুরের।  

প্রথম ৭০ বলে স্রেফ ২৩ রান করা মাহফুজুর পরের ৩০ বলে করেন আরও ৪৭ রান। শেষ পর্যন্ত ১০০ বলে ৭০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ৮ চারের সঙ্গে মারেন ২টি ছক্কা। ওয়াসি আউট হন ১৫ রান করে। 

একই মাঠে সোমবার দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।  

সংক্ষিপ্ত স্কোর: 

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ১৬৫/৯ (আশিকুর ২, আদিল ২৩, সাকিব ৪, আহরার ২, জাকারি ৬, শিহাব ১৫, মাহফুজুর ৭০*, পারভেজ ১৯, ওয়াসি ১৫, বর্ষণ ২, ইকবাল ১*; আমির ১০-২-২৪-৫, ইসমাইল ১০-১-৫৭-১, আসফান্দ ৮-২-১১-১, আইমান ১০-২-৩৮-১, আরাফাত ৯-১-২৪-০, ওবাইদ ৩-০-১০-১) 

পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল: ৩৭.২ ওভারে ১৬৬/১ (আজান ৬৯*, শাহজাইব ৮৪, শামিল ৩*; বর্ষণ ৭-০-৩৭-০, ইকবাল ৭-১-৩৩-০, পারভেজ ৮-১-২৫-০, জাকারিয়া ৩-০-১৮-০, মাহফুজুর ৭.২-০-৩৬-১, ওয়াসি ৫-০-১৭-০) 

ফল: পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ৯ উইকেটে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: আমির হাসান 

সিরিজ: পাঁচ ম্যাচ সিরিজে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দল ১-০তে এগিয়ে