বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় এক দিনের ম্যাচে লঙ্কান নারী ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ নারী ‘এ’ দল।
Published : 10 Sep 2024, 07:35 PM
নিয়ন্ত্রিত বোলিংয়ে লক্ষ্যটা নাগালে রাখতে অবদান রাখলেন রাবেয়া খান, ফাহিমা খাতুন। পরে ব্যাট হাতে জ্বলে উঠলেন দিলারা আক্তার। সঙ্গে মুর্শিদা খাতুনের কার্যকর ইনিংস ও নিগার সুলতানার অপরাজিত ইনিংসে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে অনায়াস জয় পেল বাংলাদেশ নারী ‘এ’ দল।
বৃষ্টির কারণে মঙ্গলবার দুই দলের দ্বিতীয় একদিনের ম্যাচটি নেমে আসে ২০ ওভারে। যেখানে লঙ্কানদের ৭ উইকেটে হারিয়ে দেয় বাংলাদেশ। স্বাগতিকদের ১১৩ রান ১২ বল আগে পেরিয়ে যায় সফরকারীরা।
দুটি ৫০ ওভারের ও পাঁচটি ২০ ওভারের ম্যাচ খেলতে রাবেয়া খানের নেতৃত্বে ‘এ’ দলের আদলে মূলত জাতীয় দলের ক্রিকেটাররাই খেলছেন শ্রীলঙ্কায়। দুই দলের প্রথম এক দিনের ম্যাচটি ভেসে যায় বৃষ্টিতে।
বাংলাদেশের এদিনের জয়ে বল হাতে অবদান রাখা রাবেয়া ও ফাহিমা নেন দুটি করে উইকেট। আর ব্যাটিংয়ে আলো ছড়িয়ে ২ ছক্কা ও ৩ চারে ৩৪ বলে ৪৭ রান করেন দিলারা। ৩০ রান করতে মুর্শিদা খেলেন ৩৪ বল। ৪টি চারে ২৪ রান করে দলের জয় সঙ্গে নিয়ে ফেরেন নিগার।
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার ব্যাটারদের চাপে রাখেন বাংলাদেশের বোলাররা। দলটির ইনিংসে চল্লিশ রান করতে পারেননি কেউ। সর্বোচ্চ ৩৬ রান আসে সাথ্যিয়া সান্দিপানির ব্যাট থেকে; এক ছক্কা ও ২ চারে।
শ্রীলঙ্কার ইনিংসে পঞ্চাশ ছোঁয়া জুটি আসেনি একটিও। ২৭ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরার পথে সান্দিপানি ও পিউমি ওয়াথসালার ৪৬ রানের জুটি সর্বোচ্চ। ২ চারে ২২ রান করেন পিউমি।
শেষ দিকে লঙ্কানদের রানের চাকায় দম দেন মালশা শেহানি। ২ ছক্কায় ১৪ বলে অপরাজিত ২৫ রান করেন তিনি।
রান তাড়ায় প্রথম ওভারেই শামীমা সুলতানাকে হারায় বাংলাদেশ। দলকে অবশ্য চাপে পড়তে দেননি দিলারা ও মুর্শিদা। একপ্রান্তে দ্রুত রান বাড়ান দিলারা, আরেক প্রান্তে দেখেশুনে খেলতে থাকেন মুর্শিদা।
দ্বিতীয় উইকেটে তাদের ৬০ বল স্থায়ী ৭৪ রানের জুটিতে জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ। দিলারার বিদায়ে ভাঙে চমৎকার জুটি। এক ওভার পর বিদায় নেন মুর্শিদাও।
থিতু দুই ব্যাটারের বিদায়ের পর দলকে কক্ষপথে রাখেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক নিগার। জাতীয় দলের আরেক ক্রিকেটার রিতু মনিকে নিয়ে খেলা শেষ করে দেন তিনি। তাদের দুইজনের অবিচ্ছিন্ন ৩৫ রানের জুটিতে রিতুর অবদান ১১।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা নারী ‘এ’ দল: ২০ ওভারে ১১৩/৫ (কৌশানি ১৮, আমাধি ১, ইমেশা ৫, সান্দিপানি ৩৬, পিউমি ২২, মালশা ২৫*, নিলাকশানা ৩*; জাহানারা ৪-০-২৯-০, জেসমিন ৪-০-২৬-০, রাবেয়া ৪-০-১৮-২, ফাহিমা ৩-০-১০-২, সুলতানা ৩-০-১৭-০, স্বর্ণা ২-১-১১-০)
বাংলাদেশ নারী ‘এ’ দল: ১৮ ওভারে ১১৭/৩ (শামীমা ১, দিলারা ৪৭, মুর্শিদা ৩০, নিগার ২৪*, রিতু ১১*; চেথানা ৩-০-২০-১, মালকি ১-০-১২-০, মালশা ৩-০-২৩-০, থারুকা ৪-০-১৬-০, সান্দিপানি ৩-০-১৫-০, মাদুশানি ৪-০-৩১-১)
ফল: বাংলাদেশ নারী ‘এ’ দল ৭ উইকেটে জয়ী