নারী ক্রিকেট
টানা দুই ম্যাচে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন জান্নাতুল ফেরদৌস।
Published : 27 Dec 2024, 07:12 PM
দিলারা আক্তারের সেঞ্চুরির জবাবে চমৎকার ইনিংস খেলে চলেছেন মুর্শিদা খাতুন। তিন অঙ্ক ছুঁয়ে ছুটছেন বাঁহাতি ওপেনার। সঙ্গে নিগার সুলতানার পঞ্চাশছোঁয়া ইনিংসে ইস্ট জোনের বিপক্ষে লিড নেওয়ার আশা জাগিয়েছে সেন্ট্রাল জোন।
মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে দারুণ বোলিং করেছেন জান্নাতুল ফেরদৌস। তার দুর্দান্ত অফ স্পিনে সাউথ জোনের বিপক্ষে এগিয়ে গেছে নর্থ জোন।
মুর্শিদা ১২২*, নিগার ৬৪*
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে শুক্রবার বড় জুটি গড়েছেন মুর্শিদা খাতুন ও নিগার সুলতানা। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে দ্বিতীয় দিন শেষে সাউথ জোনের সংগ্রহ ২ উইকেটে ২৪২ রান।
এর আগে ইস্ট জোন গুটিয়ে যায় ৩৫৪ রানে। ম্যাচের শেষ দিন ১১২ রানে পিছিয়ে থেকে খেলা শুরু করবেন মুর্শিদা-নিগাররা।
ম্যাচের দ্বিতীয় দিন বাকি ২ উইকেটে আর ৩৮ রান যোগ করতে পারে ইস্ট জোন। সেন্ট্রালের পক্ষে ৪ উইকেট নেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।
পরে পঞ্চাশ ছোঁয়ার আগে ফারজানা আক্তারের উইকেট হারায় সাউথ জোন। দ্বিতীয় উইকেটে ৫৩ রানের জুটি গড়েন মুর্শিদা ও লতা। ২২ রান করে লতা ধরেন ড্রেসিং রুমের পথ।
দিনের বাকি সময় আর সাফল্য পায়নি ইস্ট জোন। অবিচ্ছিন্ন জুটিতে ১৪৭ রান যোগ করেন মুর্শিদা ও নিগার।
লাল বলের ক্রিকেটে প্রথম সেঞ্চুরি ছুঁতে ১৮১ বল খেলেন মুর্শিদা। দিন শেষে ১৬ চারে ২১৯ বলে ১২২ রানে অপরাজিত তিনি। প্রথম ম্যাচে ঐতিহাসিক সেঞ্চুরি করা নিগারের সংগ্রহ ১২৯ বলে ৬৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
ইস্ট জোন ১ম ইনিংস: (আগের দিন ৩১৬/৮) ১২৪.৪ ওভারে ৩৫৪ (ফারজানা ২১*, সুরাইয়া ১৩, সাবিকুন ১৩; পূজা ১০-৪-১৩-১, নাহিদা ২৬-৬-৭১-৪, দিশা ৮-১-৩২-০, ফুয়ারা ২২-৬-৫১-০, লতা ১৯.৪-৪-৫০-৩, স্বর্ণা ১৫.৪-৩-৫৪-১, সুবর্ণা ২১.২-৬-৫২-১, শারমিন ২-১-২-০)
সেন্ট্রাল জোন ১ম ইনিংস: ৭৩ ওভারে ২৪২/২ (ফারজানা ২৪, মুর্শিদা ১২২*, লতা ২২, নিগার ৬৪*; সুরাইয়া ১৩-২-৪৯-১, শরিফা ১৭-১-৫০-০, সাবিকুন ১০-০-৪৮-০, আশরাফি ৯-০-২৭-০, ফাহিমা ১৮-৭-৩৩-১, জান্নাতুল ৬-০-২৭-০)
রুমানার ফিফটি, জান্নাতুলের ৫ উইকেট
বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি মাঠে প্রথম ইনিংসে ১৮ রানের লিড পেয়েছে নর্থ জোন। দিন শেষে ১১৩ রানে এগিয়ে তারা।
নর্থ জোনের ২৩৮ রানের জবাবে প্রথম ইনিংসে ২২০ রানে গুটিয়ে যায় সাউথ জোন। পরে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৫ রান করে দিনের খেলা শেষ করে নর্থ জোন।
২ উইকেটে ৫১ রানে দিন শুরু করা সাউথ জোনের হয়ে সর্বোচ্চ ৫৭ রানের ইনিংস খেলেন রুমানা আহমেদ। ২ রানের জন্য ফিফটি করতে পারেননি শামিমা সুলতানা।
প্রথম রাউন্ডে ৬ উইকেট পাওয়া জান্নাতুল ফেরদৌস এবার ৫৮ রানে নেন ৫ উইকেট।
পরে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ৩২ রান করে আউট হন প্রথম ইনিংসে দলের সর্বোচ্চ রান করা মিষ্টি রানি। ২১ রানে অপরাজিত অধিনায়ক সোবহানা মোস্তারি।
সংক্ষিপ্ত স্কোর
নর্থ জোন ১ম ইনিংস: ২৩৮
সাউথ জোন ১ম ইনিংস: (আগের দিন ৫১/২) ৭২ ওভারে ২২০ (শামিমা ৪৮, রুমানা ৫৭, রাবেয়া ১২, উন্নতি ২৭, সালমা ২৫, সুলতানা ১৯*, সানজিদা ৫, রুপা ০, প্রীতি ০; মারুফা ১৭-৩-৫৪-৩, ফারিহা ৮-৩-১৭-২, মিষ্টি ৭-১-৩৬-০, রিতু ৭-০-১৬-০, লাবনী ১০-৪-১৮-০, জান্নাতুল ২২-৩-৫৮-৫, সোবহানা ১-০-৫-০)
নর্থ জোন ২য় ইনিংস: ৪৬ ওভারে ৯৫/৪ (ইশমা ২২, ফারজানা ১১, শারমিন ০, মিষ্টি ৩২, সোবহানা ২১*, রিতু ৭*; সালমা ১১-৪-১৭-০, সানজিদা ৯-২-২০-০, সুলতানা ৫-১-১৪-১, রাবেয়া ১১-৩-২৪-১, রুমানা ৮-৬-৯-১, আয়েশা ২-০-৯-০)