আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার মানসিক অবস্থায় সাকিব আল হাসান নেই, বললেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
Published : 31 Oct 2024, 02:26 PM
নিরাপত্তা ঝুঁকিতে দেশে ফিরতে না পারার পর এবার সংযুক্ত আরব আমিরাত সফরেও বাংলাদেশের হয়ে দেখা যাবে না সাকিব আল হাসানকে। বিসিবি সভাপতি ফারুক আহমেদ বললেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজটিতে সাকিবের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
বিদায়ী টেস্ট খেলতে সাকিব দেশে ফিরতে পারেননি পরিস্থিতির কারণে। আফগানদের বিপক্ষে সিরিজে তিনি নিজে থেকেই খেলতে চাচ্ছেন না। খেলার মতো প্রস্তুতি ও মানসিক অবস্থা এই অলরাউন্ডারের আপাতত নেই বলে জানালেন বিসিবি প্রধান
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি টেস্ট সিরিজ শেষে তিন ওয়ানডে খেলতে আরব আমিরাতে যাবে বাংলাদেশ।
বুধবার বোর্ড সভার আগে মিরপুরে ফারুক আহমেদ বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে সিরিজের জন্য ‘অ্যাভেইলঅ্যাবল’ আছেন সাকিব। তবে পরদিনই বদলে গেল তার কথা।
চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে বৃহস্পতিবার মাঠে বসে খেলা দেখার ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিবের খেলা নিয়ে নতুন কথা শোনালেন বিসিবি সভাপতি।
“সাকিব আল হাসানের বিষয়টা... সে চেষ্টা করেছিল, কিন্তু টেস্ট ম্যাচটা খেলতে আসতে পারল না। তখন আমি কথা বলেছি তার সঙ্গে। অনুশীলনেও খুব একটা নেই সে। তাই আমার মনে হয়, আবার দলের সঙ্গে যোগ দেওয়ার আগে ওর একটু সময় দরকার।”
“এটার ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে যা মনে হচ্ছে, তার পরের সিরিজ খেলার সম্ভাবনা খুব কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।”
আফগানিস্তান সিরিজের পর দুই টেস্ট ও তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ। সাকিব যদি আর টেস্ট না খেলেন, তাহলে ওই সফরের টেস্ট সিরিজ চলাকালে বাংলা টাইগার্সের হয়ে আবু ধাবি টি-টেন লিগ খেলতে দেখা যেতে পারে সাকিবকে।
মাঠে ফেরার অভিযানে এই টি-টেন লিগ সাকিবের জন্য সহায়ক হতে পারে মনে করেন ফারুক।
“আমার মনে হয়, এটা পুরোপুরি তার মানসিক অবস্থার ব্যাপার। মাঝে আবার একটা টি-টেন লিগও আছে। আমরা এখনও ছাড়পত্র দেইনি। সেটি দিলে খেলে ফেলবে। আমি এখনও বিশ্বাস করি, ওয়ানডেতে বাংলাদেশের হয়ে খেলতে পারে সাকিব। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট আছে। ওয়েস্ট ইন্ডিজে তিনটা ওয়ানডে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। সব মিলিয়ে আর কী! তবে মনে হচ্ছে, এই (আরব আমিরাত) সফরটা সে মিস করবে।”
মিরপুর টেস্ট খেলতে সাকিবের দেশে ফিরতে না পারার ব্যাপারে বিসিবি জড়িত নয়, আগেই বলেছিলেন ফারুক। তখন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে মূলত নিরাপত্তা ঝুঁকির কথা বলা হয়।
তবে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ নিয়ে সিদ্ধান্তটি সাকিবের কাছ থেকেই এসেছে, নিশ্চিত করলেন বিসিবি প্রধান।
“সাকিবের কাছ থেকেই এসেছে সিদ্ধান্তটা। সম্ভাবনা কম বলতে যেটা, মানসিক অবস্থার কথা বললাম যেটা... এসব মিলিয়ে তার কাছ থেকেই এসেছে এটা।”
“যখন শেষ টেস্টটা খেলতে পারেনি, সে হতাশ ছিল। এটা তার দিকের কারণ। এটা আপনি হয়তো মানবেন না। ভাবতে পারেন, সে যা করেছে, প্রাপ্য বলব না, তবে এরকম হতে পারে। আমার মনে হয়, সে যখন খেলতে পারেনি, হতাশ ছিল, অনুশীলন ওরকম করেনি। সে অনেক পেশাদার ক্রিকেটার। হয়তো ভেবেছে, যেহেতু অনুশীলন ঠিকঠাক করেনি, এই সিরিজ খেললে তার জন্য বা দেশের জন্য ভালো হবে না।”