টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে তিনশ রানের পুঁজি গড়ে আরেকটি বড় জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
Published : 30 Oct 2024, 08:07 PM
শতরানের কাছাকাছি উদ্বোধনী জুটিতে সুর বেঁধে দিলেন জাওয়াদ আবরার ও রিফাত বেগ। সেই পথ ধরে দলকে টানলেন কালাম সিদ্দিকি এলিন। অল্পের জন্য যদিও সেঞ্চুরি পেলেন না তিনি। বড় পুঁজি গড়ে, প্রতিপক্ষের ব্যাটিং গুঁড়িয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
তৃতীয় যুব ওয়ানডেতে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বাংলাদেশের জয় ১৮৩ রানে।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে বুধবার টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের পঞ্চাশ ছাড়ানো ইনিংসে বাংলাদেশ করে ৩১৪ রান।
দুই ওপেনার জাওয়াদ ৫টি করে চার ও ছক্কায় ৬০ বলে ৬৪ এবং রিফাত ৭২ বলে ৫৮ রান করেন। তিনে নেমে ৯৪ বলে ৯৭ রানের ইনিংস খেলেন কালাম। তার ইনিংসটি গড়া ৯ চার ও ২ ছক্কায়।
ম্যাচের সেরা অবশ্য তাদের কেউ নন। ২৫ রানে ৫ উইকেট নিয়ে পুরস্কারটি জেতেন লেগ স্পিনার দেবাশিস সরকার। তার স্পিন বিষে নীল হয়ে আরব আমিরাত গুটিয়ে যায় স্রেফ ১৩১ রানে।
একই মাঠে দ্বিতীয় ম্যাচে সফরকারীদের ১৬৩ রানে গুটিয়ে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। রাজশাহীতে বৃষ্টির কারণে প্রথম ম্যাচ ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচ নিয়ে আসা হয় মিরপুরে। এখানেই চার ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। এর আগে একমাত্র তিন দিনের ম্যাচ তারা জিতেছিল ২০২ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লেতে বাংলাদেশ করে বিনা উইকেটে ৬০ রান। জাওয়াদ ফিফটি পূর্ণ করেন কেবল ৩৬ বলে। একটু পর তিনি রান আউটে বিদায় নিলে ভাঙে ৯৮ বলে ৯৬ রানের শুরুর জুটি
৬২ বলে ফিফটি করে বেশিদূর এগোতে পারেননি রিফাতও। এলবিডব্লিউ হয়ে শেষ হয় তার ৫ চার ও ২ ছক্কায় গড়া ইনিংস। দুই ম্যাচে তার রান ৭১ ও ৫৮।
কালাম ৫৯ বলে পঞ্চাশ ছুঁয়ে পৌঁছে যান সেঞ্চুরির দুয়ারে। শেষ ওভার শুরু করেন তিনি ৯৭ রান নিয়ে, কিন্তু আউট হয়ে যান প্রথম বলেই ক্যাচ দিয়ে।
সাতে নেমে ১৭ বলে ৩০ রান করেন সামিউন বশির রাতুল।
আরব আমিরাতের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন পেসার আবদুল্লাহ তারিক।
বড় লক্ষ্য তাড়ায় দ্বাদশ ওভারে আরব আমিরাতের রান ছিল ১ উইকেটে ৫৩। এরপর নিয়মিত উইকেট হারিয়ে ৩৫.৩ ওভারেই গুটিয়ে যায় তারা।
ওপেনার নুরউল্লাহ আইয়ুবির ৪৬ বলে ৪১ ছাড়া দলের আর কেউ ত্রিশ পর্যন্ত যেতে পারেননি।
ষষ্ঠ বোলার হিসেবে বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেটের দেখা পান দেবাশিস। টানা আট ওভারের স্পেলে পরে আরও চার শিকার ধরেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: ৫০ ওভারে ৩১৪/৮ (জাওয়াদ ৬৪, রিফাত ৫৮, কালাম ৯৭, রিজান ৩, দেবাশিস ২২, আজিজুল ২২, সামিউন ৩০, আশরাফুর ১*, রাফি ২, ইকবাল ০*; ইয়ুগ জাই ৮-০-৬৭-০, তারিক ৬-০-৪৮-৪, আলিআসগার ১০-১-৪৬-১, আরিয়ান ৭-০-৩২-১, সুরি ৮-০-৪৬-০, ইসমাইল ২-০-২৪-০, ইয়ায়িন ৫-০-৩১-০, নুর ৩-০-১৫-১)
সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল: ৩৫.৩ ওভারে ১৩১ (ইয়ায়িন ২, নুর ৪১, ফাইজুর ৯, আরিয়ান ১৭, রায়ান ১, মাধাভ ২১, তারিক ১, সুরি ৩, ইসমাইল ২, ইয়ুগ জাই ১০, আলিআসগার ৯*; ইকবাল ৬-১-২২-০, সঞ্জিত ৭-১-২৭-১, সামিউন ৪-১-১৮-১, রিজান ৩-০-১২-০, রাফি ৭-০-২১-২, দেবাশিস ৮-০-২৫-৫, আজিজুল ০.৩-০-১-১)
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ১৮৩ রানে জয়ী
সিরিজ: ৪ ম্যাচের সিরিজ ২-০তে এগিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
ম্যান অব দা ম্যাচ: দেবাশিস সরকার