ভবিষ্যৎ ভাবনা নিয়ে দুই অভিজ্ঞ ক্রিকেটারের সঙ্গে আলোচনা করা হবে, জানালেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।
Published : 03 Mar 2025, 10:26 PM
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা অনুমোদন করা হয়েছে বোর্ড সভায়। তবে সেটা প্রকাশ করা হয়নি এখনও। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন জানালেন, একটু ‘রিভিউ’ এখনও বাকি। সেই ‘রিভিউ’ কি তাহলে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহকে নিয়ে?
নাজমুল আবেদীন এটা উড়িয়ে দিলেন। তবে প্রশ্নটি অমূলক নয়।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ব্যর্থতার পর এখন আলোচনা চলছে আগামী ওয়ানডে বিশ্বকাপের দল গোছানো নিয়ে। সেই পরিকল্পনায় দেশের দুই অভিজ্ঞ ক্রিকেটারের কি জায়গা হবে? দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে বিশ্বকাপ হবে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে। ততদিনের মুশফিকের বয়স পেরিয়ে যাবে ৪০, মাহমুদউল্লাহ থাকবেন ৪২ ছুঁইছুঁই।
বয়সই একমাত্র ব্যাপার নয়। মুশফিকের সাম্প্রতিক পারফরম্যান্সে ভাটার টান স্পষ্ট। টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছেন আগেই। ওয়ানডেতে সবশেষ ১৪ ইনিংসে তার ফিফটি একটি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে আউট হয়েছেন প্রথম বলে, পরের ম্যাচে নিউ জিল্যান্ডের বিপক্ষে ২ রানে ফিরেছেন বাজে শটে।
মাহমুদউল্লাহ অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফির আগে টানা চার ওয়ানডেতে ফিফটি করেছেন। এই আসরে ভারতের বিপক্ষে তিনি খেলতে পারেননি চোটের কারণে। পরে নিউ জিল্যান্ডের বিপক্ষে তিনিও দৃষ্টিকটূ শটে আউট হন দলকে বিপদে ঠেলে। তার ফর্ম মুশফিকের মতো অতটা বিবর্ণ নয়। তবে আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি নিজেকে টেনে নিতে পারবেন কি না, সেই সংশয় প্রবলভাবেই আছে।
বিসিবির পরিচালনা পর্ষদের সভা শেষে সোমবার সংবাদ সম্মেলনে তাই প্রশ্নটি উঠল, আগামী বিশ্বকাপের পরিকল্পনায় এই দুই ক্রিকেটার থাকবেন কি না। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের কথায় বিসিবির ভাবনার আভাস মিশে থাকল।
“খুব কঠিন প্রশ্ন… দে হ্যাভ টু প্রুভ…কারণ বয়সের দিক থেকে বলি, ফিটনেস ও পারফরম্যান্সের দিক থেকে বলি… এটা আমার ব্যাপার নয়, নির্বাচকদের সিদ্ধান্তের ব্যাপার, আমার মন্তব্য করা ঠিক হবে না… তবে কাজটা সহজ হবে না, এটুকু বলতে পারি।”
নাজমুল আবেদীন জানালেন, শিগগিরই এই দুই ক্রিকেটারের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন তারা।
“অবশ্যই…তারা আমাদের অভিজ্ঞ খেলোয়াড়, তাদের অবদান অনেক… তবে সবার ক্যারিয়ার শেষের দিকে আসে। আমার মনে হয়, আমরা আলাপ করব, ওদের সঙ্গে কথা বলব, ওদের চিন্তাভাবনা জানতে চাইব।”