এই পেসারের বদলে গ্রাহাম হিউমকে অস্ট্রেলিয়া আসরের দলে যোগ করেছে আইরিশরা।
Published : 08 Oct 2022, 09:12 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে অনেক বড় ধাক্কা খেল আয়ারল্যান্ড। চোট পেয়ে অস্ট্রেলিয়া আসর থেকে ছিটকে গেছেন দলটির অভিজ্ঞ পেসার ক্রেইগ ইয়াং।
তার বদলি হিসেবে গ্রাহাম হিউমকে বিশ্বকাপ দলে যোগ করার কথা শনিবার বিবৃতিতে জানিয়েছে ক্রিকেট আয়ারল্যান্ড।
সিডনিতে বৈশ্বিক আসরের প্রস্তুতি ক্যাম্প করছে আইরিশরা। সেখানেই চোট পেয়েছেন ইয়াং। তবে চোটের ধরন সম্পর্কে নির্দিষ্ট করে কিছু জানায়নি আয়ারল্যান্ড বোর্ড।
দলটির বোলিং বিভাগের মূল অস্ত্রদের একজন ইয়াং। এখন পর্যন্ত ৫৩ টি-টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করেছেন তিনি। ওভারপ্রতি ৭.৯১ রান দিয়ে উইকেট নিয়েছেন ৫৫টি।
সংযুক্ত আরব আমিরাতের বিশ্বকাপ দলেও ছিলেন তিনি। সেবার প্রাথমিক পর্ব থেকেই বিদায় নেয় আয়ারল্যান্ড।
৩১ বছর বয়সী হিউমের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় গত জুলাইয়ে, নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। পরের মাসে আফগানিস্তান ম্যাচ দিয়ে পা রাখেন টি-টোয়েন্টিতে। দুই সংস্করণেই এখন পর্যন্ত ওই একটি করে ম্যাচ খেলে কোনো উইকেট পাননি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে অবশ্য খেলার ভালোই অভিজ্ঞতা আছে ডানহাতি এই পেসারের। এখন পর্যন্ত এই সংস্করণে ৩৫ ম্যাচ খেলে ওভারপ্রতি ৭.৪৫ রান দিয়ে তার শিকার ৪১ উইকেট।
দলের সঙ্গে যোগ দিতে শিগগিরই অস্ট্রেলিয়ার উদ্দেশে উড়াল দেবেন হিউম। বিশ্বকাপের আগে মেলবোর্নে নামিবিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার জন্য রোববার সিডনি ছাড়ার কথা আয়ারল্যান্ডের।
প্রস্তুতি ম্যাচ দুটি মাঠে গড়াবে আগামী মঙ্গল ও বৃহস্পতিবার।
প্রাথমিক পর্বে ‘বি’ গ্রুপে আয়ারল্যান্ডের বিশ্বকাপ অভিযান শুরু ১৭ অক্টোবর, জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। পরের দুই ম্যাচ স্কটল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, ১৯ ও ২১ অক্টোবর।
আয়ারল্যান্ড বিশ্বকাপ দল: অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, মার্ক অ্যাডায়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিভেন ডোহেনি, ফিওন হ্যান্ড, জশ লিটল, ব্যারি ম্যাককার্থি, কনর অলফার্ট, সিমি সিং, হ্যারি টেক্টর, লর্কান টাকার ও গ্রাহাম হিউম।