বৃষ্টিবিঘ্নিত রেলিগেশন লিগের ম্যাচে শাইনপুকুরকে ৬ উইকেটে হারিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।
Published : 21 Apr 2025, 06:34 PM
সম্মিলিত চেষ্টায় প্রতিপক্ষকে বড় পুঁজি গড়তে দিলেন না ব্রাদার্স ইউনিয়নের বোলাররা। পরে রান তাড়ায় জ্বলে উঠলেন জাহিদউজ্জামান খান ও মিজানুর রহমান। তাদের দুইজনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে টিকে রইল ব্রাদার্স।
শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার রেলিগেশন লিগের ম্যাচটি ৬ উইকেটে জেতে ব্রাদার্স। বৃষ্টিতে ৩৩ ওভারে নেমে আসা ম্যাচে আগে ব্যাট করে ১৮০ রান করে শাইনপুকুর। ১৮ বলে বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাদার্স।
দলটির জয়ের নায়ক জাহিদউজ্জামান ১ ছক্কা ও ১১ চারে ৮৫ রান করে অপরাজিত থাকেন। ৫ ছক্কা ও ৪টি চারে ৫৬ বলে ৬৯ রান করেন মিজানুর। তাদের দুইজনের জুটিতে আসে ১৩২ রান।
এ নিয়ে টানা ১২ ম্যাচ হারল আগেই অবনমন নিশ্চিত হয়ে যাওয়া শাইনপুকুর।
প্রিমিয়ার লিগে টিকে থাকতে রেলিগেশন লিগের শেষ ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে হারাতে হবে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৭ পয়েন্ট পাওয়া ব্রাদার্সের। আসছে লড়াই থেকে এক পয়েন্ট পেলেই টিকে যাবে সমান ম্যাচে ৮ পয়েন্ট পাওয়া পারটেক্স।
টস জিতে ব্যাটিংয়ে নামা শাইনপুকুর নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। তাদের প্রথম চার ব্যাটসম্যানই দুই অঙ্ক স্পর্শ করেন। কিন্তু কেউই খেলতে পারেননি বড় ইনিংস।
আট নম্বরে নেমে ইনিংসের একমাত্র ফিফটি করেন মিনহাজুল আবেদিন সাব্বির। এই কিপার-ব্যাটসম্যানের ৫৯ রানের অপরাজিত ইনিংসটি গড়া ৩ ছক্কা ও ৫ চারে।
ব্রাদার্সের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন রাহাতুল ফেরদৌস। দুটি করে প্রাপ্তি সুমন খান ও সালাউদ্দিন শাকিলের।
রান তাড়ায় ২১ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে যায় ব্রাদার্স। সেখান থেকে দলকে টানেন জাহিদউজ্জামান ও মিজানুর। দারুণ ব্যাটিংয়ে দলকে লক্ষ্যের দিকে নিয়ে যান তারা।
৫৪ বলে পঞ্চাশে পা রাখেন জাহিদউজ্জামান। মিজানুরের ফিফটি আসে ৪৩ বলে। একটা সময় মনে হচ্ছিল, তাদের জুটিতেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যাবে ব্রাদার্স। কিন্তু আনোয়ার হোসেনের বলে স্টাম্পড হয়ে বিদায় নেন মিজানুর। দলকে জিতিয়ে মাঠ ছাড়েন জাহিদউজ্জামান।
সংক্ষিপ্ত স্কোর:
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৩৩ ওভারে ১৮০/৯ (রানা ১৩, মইনুল ২৫, নিওন ২০, রাফসান ১১, রাহিম ১, সাকিব ২৬, অনিক ৫৯*, শরিফুল ১৫, আনোয়ার ১, বিপুল ০*; সুমন ৭-০-৩৮-২, শাকিল ৭-০-২৫-২, রাকিবুল ৬-০-৩৭-১, মাইশুকুর ৩-০-২৪-০, রাহাতুল ৭-০-৩৭-৩, সোহাগ ৩-০-১৮-০)
ব্রাদার্স ইউনিয়ন: ৩০ ওভারে ১৮৬/৪ (মাফফিজুল ৮, বিশাল ৭, জাহিদউজ্জামান ৮৫*, মিজানুর ৬৯, সোহাগ ৯, মাইশুকুর ০*; শরিফুল ৭-০-৩৯-১, আনোয়ার ৭-০-২৬-২, রহিম ৫-০-৩৫-০, রাফসান ৩-০-২৮-০, বিপুল ৬-০-৩৮-১, রাহমাতুল্লাহ ১-০-১০-০, অনিক ১-০-৬-০)
ফল: ব্রাদার্স ইউনিয়ন ৬ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: জাহিদউজ্জামান